শেয়ার বাজার থেকে চীনা কোম্পানি নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

0
2060
শেয়ার বাজার থেকে চীনা কোম্পানি নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

চীনের বহু কোম্পানিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটে আইনটি পাস করা হয়। তবে এই আইনটি চীনা কোম্পানিগুলোকে আমেরিকান বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে নিষেধাজ্ঞা জারি করতে পারে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে চীনের বহু কোম্পানিকে। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কারণে ৩৫ লাখ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে চীনের।

বিষয়টি জানার পর পরই চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার শেয়ারগুলো মার্কিন-তালিকাভুক্ত শেয়ার থেকে ২ শতাংশেরও বেশি কমেছে।

রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, এসব প্রতিষ্ঠান কোনো বিদেশি সরকারের নিয়ন্ত্রণাধীন নয়-তা নিশ্চিত করা প্রয়োজন।

কেনেডি টুইটারে লিখেছেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির প্রতারণা এবং হোল্ডিং ফরেন সংস্থাগুলোর জবাবদিহি আইন তাদের মার্কিন স্টক এক্সচেঞ্জগুলোকে প্রতারণা করা থেকে বিরত রাখবে।’
সূত্র: আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | আল-শাবাব নিয়ন্ত্রিত ইসলামি রাজ্যে শিশুদের ঈদ উৎসব
পরবর্তী নিবন্ধআওয়ামী দুর্নীতির নতুন রুপ, ত্রাণের প্যাকেটে চাল কম