মহামারী করোনা আর চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মাঝেই পাকিস্তানশাসিত কাশ্মীরে গোলাবর্ষণ করেছে ভারত। এ ঘটনায় এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।
শনিবার (২০ জুন) হাবেলি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই হামলায় নিহত কিশোরটির মা-সহ আরও এক বালক আহত হয়েছেন।
পুনচ ডিভিশন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রশিদ নাঈম খান জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হিলান, কালামুল্লাসহ আশপাশের গ্রামের মানুষজনদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ভারতের মালাউনবাহিনী। এতে কালামুল্লায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত ও তার মা আহত হন। একই সময় ওই গ্রামের ৯ বছরের আরও এক শিশু আহত হয়েছে। পাশাপাশি গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।
বিনা উস্কানিতে আজাদ কাশ্মীরে ভারতীয়দের হামলার প্রতি বিশ্ব সম্প্রদায়কে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।