খোরাসানের ৫ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

0
968
খোরাসানের ৫ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, দোহায় তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এসব ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে বলেও টুইট বার্তায় দাবি করেন খালিলজাদ।

তবে তিনি পাঁচ মার্কিন ঘাঁটির নাম না বললেও আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, এসব ঘাঁটি দেশটির উরুজগান, হেলমান্দ, পাকতিকা ও লাগমান প্রদেশে অবস্থিত।

কাতারের দোহায় তালেবানের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর গত মার্চ মাসে শান্তি চুক্তি স্বাক্ষর করে আমেরিকা।

এসব ঘাঁটি আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে নাকি ধ্বংস করে ফেলা হয়েছে তাও জানাননি মার্কিন বিশেষ প্রতিনিধি। তিনি সরিয়ে নেয়া মার্কিন সেনা সংখ্যার কথাও বলেননি। বিডি প্রতিদিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার রাজশাহী সীমান্তে দখল হারাচ্ছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআড়ালের গডফাদার কারা, প্রশ্ন সবার