ভয়াবহ দাবানল প্রত্যক্ষ করছে ক্যালিফোর্নিয়া

0
977
ভয়াবহ দাবানল প্রত্যক্ষ করছে ক্যালিফোর্নিয়া

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য গতকয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। আগুনের ভয়াবহ তাণ্ডবে বহু ভবন ও স্থাপনা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বলছে, বুধবার পর্যন্ত ৭২ ঘণ্টায় ১১ হাজার বিদ্যুৎ চমকানি আর বজ্রপাতের ঘটনা ঘটেছে যা থেকে ৩৬৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে দুই ডজন বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রেকর্ড পরিমাণ তাপমাত্রার ফল হিসেবে এই দাবানল সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম দাবানলের ঘটনায় রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন- অ্যারিজোনা, নেভাদা এবং টেক্সাস অঙ্গরাজ্য থেকে সাহায্য হিসেবে তিনি আগুন নির্বাপণের জন্য ৩৭৫টি ইঞ্জিন চেয়েছেন।

তিনি বলেন, আমরা এমন পরিস্থিতি দেখছি যা বহু বছর ধরে দেখিনি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্যালিফোর্নিয়ার পালো আলতো শহরের বিশ মাইল পূর্বে কয়েকটি দাবানলের ঘটনায় ৮৫ হাজার একর জমি পুড়ছে যা বুধবার রাতের ব্যবধানে দ্বিগুণ আকার ধারণ করেছে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
বিডি প্রতিদিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবানদের সাংস্কৃতিক কমিশন কর্তৃক আয়োজিত হুসনুল-কির’আত প্রতিযোগিতার দৃশ্য
পরবর্তী নিবন্ধইসরায়েলকে আরব লীগের সদস্য করতে দুবাইয়ের সাবেক পুলিশ প্রধানের আহ্বান