ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার তাদের নিয়ন্ত্রিত পাকতিয়া প্রদেশের জাজি আর্যুব জেলার দারিখোল থেকে তখতকী পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার সড়ক নির্মাণকাজ শুরু করেছে।
শীতকালীন তুষারপাতের কারণে সড়কটির অনেকাংশই ভেঙ্গে যায়, যার ফলে সড়কটি পুনঃনির্মাণ করার প্রয়োজন দেখা দেয়। এরপর ইমারতে ইসলামিয়া সড়কটি মজবুত করে নির্মাণ করার কাজ শুরু করেছে। ভবিষ্যতে রাস্তাটি যাতে আবারও ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য কয়েকটি সেতু ও সুরক্ষা প্রাচীর তৈরির কাজও করা হচ্ছে।
সড়ক নির্মাণ সংস্থার প্রতিনিধি সাহেব দীন আল-ইমারাহ সংবাদদাতাকে বলেন, তারা মুজাহিদিনের সহযোগিতায় সমস্ত কাজ চালাচ্ছেন এবং মুজাহিদিনরা সুরক্ষা খাতে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
👇📸