ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শরিফুল ইসলামের (৩০) মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতোকাল শুক্রবার বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বেউরঝারী সীমান্ত এলাকায় ভারতী সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হন শরিফুল। নিহত শরিফুল ইসলাম উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে।
আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান, মরদেহ পাওয়ার পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত শরিফুল ইসলামসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই সন্তানের বাবা শরিফুলের সঙ্গীরা কোনোরকমে প্রাণে রক্ষা পেলেও শরিফুলের জীবন রক্ষা হয়নি।
আমাদের সময়