খোরাসান | বিমান হামলায় নিজেদের ত্রিশ সৈন্য হত্যা করেছে কাবুল বাহিনী

5
1320
খোরাসান | মুজাহিদদের বিপরীত নিজেদেরই ৩০ সৈন্যকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে কাবুল বাহিনী

আফগানিস্তানের তালেবানদের হাতে আটকা পড়া সৈন্যদেরকে সাহায্য করতে বিমান হামলা চালিয়েছে কাবুল বাহিনী। কিন্তু তালেবানদের বিপরীত সেই হামলায় প্রাণ হারিয়েছে কাবুল বাহিনীরই ৩০ সৈন্য ।

আফগানিস্তানের ময়দানে ওয়ার্দাক প্রদেশের রাজধানী ময়দানের একটি এলাকায় গত কিছুদিন যাবৎ কাবুল বাহিনীর একটি সেনা বহরকে অবরুদ্ধ করে রেখেছিলেন তালেবান মুজাহিদগণ। এসময় দফায় দফায় হামলা চলে উভয় বাহিনীর মাঝে।

এদিকে কাবুল প্রশাসনের সৈন্যরা তালেবানদের অবরুধ থেকে কোনভাবেই রেহাই না পাওয়ায়, তারা বিমান বাহিনীর নিকট সাহায্য কামনা করে। তালেবানদের হাতে আটকা পড়া সৈন্যদেরকে সাহায্য করতে পাঠানো হয় বিমান বাহিনী। তারা বিমান থেকে তীব্র হামলাও চালায়।

কিন্তু  ’দুর্ভাগ্যজনক’ হল- তারা নিজেদের সৈন্যদেরকেই তালেবান ভেবে বোমা হামলা চালায়। যার ফলে নিজেদের বিমান বাহিনীর হাতেই নিহত হয়েছিল কাবুল বাহিনীর ৩০ সৈন্য। ধ্বংস করে দেওয়া হয় তাদের সকল সামরিকযান।

5 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | কাবুল প্রশাসনের উপর তালেবানের হামলা, ৪৩ সৈন্য নিহত, বন্দী ২৩
পরবর্তী নিবন্ধপাকিস্তান | টিটিপির স্নাইপার হামলায় ২ নাপাক সৈন্য নিহত