আফগানিস্তানের তালেবানদের হাতে আটকা পড়া সৈন্যদেরকে সাহায্য করতে বিমান হামলা চালিয়েছে কাবুল বাহিনী। কিন্তু তালেবানদের বিপরীত সেই হামলায় প্রাণ হারিয়েছে কাবুল বাহিনীরই ৩০ সৈন্য ।
আফগানিস্তানের ময়দানে ওয়ার্দাক প্রদেশের রাজধানী ময়দানের একটি এলাকায় গত কিছুদিন যাবৎ কাবুল বাহিনীর একটি সেনা বহরকে অবরুদ্ধ করে রেখেছিলেন তালেবান মুজাহিদগণ। এসময় দফায় দফায় হামলা চলে উভয় বাহিনীর মাঝে।
এদিকে কাবুল প্রশাসনের সৈন্যরা তালেবানদের অবরুধ থেকে কোনভাবেই রেহাই না পাওয়ায়, তারা বিমান বাহিনীর নিকট সাহায্য কামনা করে। তালেবানদের হাতে আটকা পড়া সৈন্যদেরকে সাহায্য করতে পাঠানো হয় বিমান বাহিনী। তারা বিমান থেকে তীব্র হামলাও চালায়।
কিন্তু ’দুর্ভাগ্যজনক’ হল- তারা নিজেদের সৈন্যদেরকেই তালেবান ভেবে বোমা হামলা চালায়। যার ফলে নিজেদের বিমান বাহিনীর হাতেই নিহত হয়েছিল কাবুল বাহিনীর ৩০ সৈন্য। ধ্বংস করে দেওয়া হয় তাদের সকল সামরিকযান।
আল্লাহু আকবার কাবীরা! এরই নাম আল্লাহর মাইর!!
এই ধরনের সাহস আর যোগ্যতা নিয়ে যায় তালেবান মুজাহিদদের সাথে যুদ্ধ করতে। নিজের সেনা নিজেই মেরে ফেলে আবার যায় তালেবানদের সাথে যুদ্ধ করতে।
Assalamualaikum warahmatullah
Vai dawahilallah forame duka jaccena keno ??? Janaben
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে দুইবার শাস্তি দিবেন, দুনিয়াতে ও আখিরাতে চিরস্থায়ী জীবনের জন্য জাহান্নাম। হায় আফসোস যদি তারা ফিরে আসতো।
আলহামদুলিল্লাহ।