নতুন করে ইমারতে ইসলামিয়ার তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে কাবুল প্রশাসনের ৬০ সেনা সদস্য।
তালিবানদের অফিসিয়াল ‘আল-ইমারাহ ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর আফগানিস্তানের বলখ প্রদেশ থেকে আমেরিকার গোলাম কাবুল সরকারি বাহিনীর পদ থেকে পদত্যাগ করে তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে ৪৪ সেনা সদস্য। আত্মসমর্পণকারী সরকারী সৈন্যরা প্রদেশটির ৭টি পৃথক অঞ্চল থেকে এসে তালেবানদের সাথে মিলিত হয়েছে।
এমনিভাবে রোজগান প্রদেশের দেরাদুন জেলার বিভিন্ন অঞ্চল থেকে তালেবানে যোগদিয়েছে কাবুল প্রশাসনের আরো ১৬ সেনা ও পুলিশ সদস্য। ইমারতে ইসলামিয়ার একজন মুখপাত্র ক্বারী মুহাম্মদ ইউসূফ আহমাদী তাঁর টুইট বার্তায় আত্মসমর্পণকারী সৈন্যদের নামের একটি তালিকাও প্রকাশ করেছেন।
এটি লক্ষণীয় যে, সম্প্রতি তালেবানের কাছে আত্মসমর্পণকারী সরকারি সৈন্য এবং পুলিশ সদস্যের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন কয়েক ডজন সরকারী সৈনিক এবং পুলিশ সদস্য তালেবানের কাছে আত্মসমর্পণ করছেন।