ভারতীয় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মিগ-২৯কে গত বৃহস্পতিবার আরব সাগরে বিধ্বস্ত হয়েছে। সূত্র আনন্দবাজার।
বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ এ ঘটনা ঘটে। ভারতীয় নৌসেনার মুখপাত্র বলেন, “২৬ নভেম্বর বিকাল ৫টায় একটি মিগ ২৯-কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে।
এই নিয়ে গত এক বছরে তিন বার মিগ ২৯-কের দুর্ঘটনা ঘটল। গত বছর নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন টেক অফের কিছু পরেই মিগ ২৯-কে ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে।
😀😀😀😁😁😁😁 হ্লার মালাউন রা।
Alhamdulillah ❤️❤️❤️❤️❤️❤️