ভারতে কথিত ‘লাভ জিহাদে’র অভিযোগে একই পরিবারের ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির উত্তর প্রদেশ পুলিশ। এর মধ্যে ৬ জন জেলে এবং ৫ জন এখনো গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন। তাদের ধরতে ২৫ হাজার রুপি পুরষ্কার ঘোষণা করেছে মালাউন পুলিশ।
প্রায় একমাস আগে ২১ বছর বয়সী এক যুবতী দিল্লির এক মুসলিম যুবককের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এ বিষয়ে উত্তর প্রদেশের ইথা পুলিশ ওই মুসলিম যুবকের পুরো পরিবারের সদস্যদের নামে ওই যুবতীকে ধর্মান্তরিত করার অভিযোগ এনে ধর্মান্তরিতকরণ বিরোধী নতুন আইনে মামলা করে এবং ৬ জনকে জেলে পাঠায়।
গত সপ্তাহে ২৫ বছর বয়সী মোহাম্মদ জাভেদ এবং তিনজন মহিলাসহ পরিবারের ১০ জনকে আসামী করে জ্বলেশ্বর থানায় মামলা করা হয়েছিলো। জাভেদ এবং আরো ৪জন আত্মীয়কে এখনো গ্রেফতার করার জন্য হয়রানি করছে।
এই ৫ জনকে গ্রেফতার করার জন্য পুলিশ ২৫ হাজার রুপি পুরষ্কার ঘোষণা করেছে।
এ বিষয়ে ডিএসপি রাম নেওয়াজ সিং বলেছে, এফআইআরে জাভেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দ-বিধির ৩৬৬ ধারায় ( অপহরণ এবং বিয়েতে বাধ্য করার অভিযোগ) মামলা দায়ের করা হয়। এছাড়া উত্তর প্রদেশের ধর্মীয় অধ্যাদেশ মতে, অবৈধভাবে ধর্মান্তরিত করারও অভিযোগ আনা হয়েছে।
সূত্র:টাইমস অব ইন্ডিয়া।