সিরিয়ায় ক্রুসেডার মার্কিন বাহিনীর গোলার আঘাতে শিশুর মৃত্যু, গুরুতর আহত মা

0
1036
সিরিয়ায় ক্রুসেডার মার্কিন বাহিনীর গোলার আঘাতে শিশুর মৃত্যু, গুরুতর আহত মা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ছোড়া গোলার আঘাতে পূর্বাঞ্চলীয় ডেইর ইজ-জুর প্রদেশে শিশু নিহত হয়েছে। এতে তার মাও গুরুতর আহত হয়েছেন। মার্কিন বাহিনী প্রদেশটির আল-আজবা গ্রাম লক্ষ্য করে কামানের গোলা ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর সানার।

ডেইর ইজ-জুর প্রদেশের মার্কিন ঘাঁটি থেকে আল-আজবা গ্রাম লক্ষ্য করে গত শনিবার নির্বিচারে কামানের গোলা ছুড়তে থাকে।

এতে গ্রামটির বহু বাড়িঘর ধ্বংস হয় এবং অনেক বেসামরিক লোকজন আহত হন। সিরিয়ার আল-ওমর তেলকূপটির দখলদারিত্বে ওই মার্কিন বাহিনী নিয়োজিত আছে।

আইএস দমনের নাম করে দীর্ঘদিন ধরে সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর এভাবে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমেরিকার শিকাগোতে হামলা, নিহত ৪
পরবর্তী নিবন্ধফিলিস্তিন | পশ্চিম তীরে ৬০টি জলপাই গাছ উপড়ে ফেলেছে ইহুদিরা