এবার ক্যালিফোর্নিয়ায় করাত দিয়ে কাটা হল গান্ধীমূর্তি

0
572
এবার ক্যালিফোর্নিয়ায় করাত দিয়ে কাটা হল গান্ধীমূর্তি

আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেভিস অঞ্চলে করাত জাতীয় কিছু দিয়ে কেটে ভাঙা হয়েছে গান্ধীর মূর্তি।

ক্যালিফোর্নিয়ার ডেভিস অঞ্চলের সেন্ট্রাল পার্কে সাড়ে ছ’ ফুট লম্বা ৬৫০ পাউন্ড (২৯৪ কেজি) ব্রোঞ্জের মূর্তিটিকে গোড়ালি থেকে করাত জাতীয় কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে। মুখাবয়বের অর্ধেক কিছু অংশ কেটে ফেলা হয়েছে এবং সেই অংশ উধাও। পার্কের এক কর্মীর চোখে ২৭ জানুয়ারি সকালে প্রথম এই ঘটনা ধরা পড়ে।

ঠিক কখন এই ঘটনা ঘটেছে তা তদন্তকারীরা এখনও জানতে পারেননি।ভারত সরকারের পক্ষ থেকে চার বছর আগে বসানো হয় মূর্তিটিকে।

তবে, মূর্তি বসানোর সময় প্রবল বিরোধিতা করেছিল কিছু গান্ধী-বিরোধী এবং ভারত-বিরোধী সংগঠন। এদের নেতৃত্বে ছিল অর্গানাইজেশন ফর মাইনরিটিজ ইন ইন্ডিয়া (ওএফএমআই)। বিরোধিতা সত্ত্বেও মূর্তি বসানোর পক্ষেই ভোট দেয় ডেভিস প্রশাসন। তারপর থেকে গান্ধীমূর্তি সরানোর দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ওএমএফআই।

সূত্র: আজকাল

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুন্নি সংগঠনের প্রধানকে ফাঁসি দিল ইরান
পরবর্তী নিবন্ধফ্রান্সে ইসলাম বিরোধী হামলা গত বছর বেড়েছে ৫৩ শতাংশ