ফ্রান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলোতে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মিথ্যাচার এবং মুসলিম বিরোধী ঘৃণ্য ইমেল এবং বার্তা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
গত বছরের তুলনায় ফ্রান্সে ইসলামবিরোধী আক্রমণ ৫৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার ঘটনা দেখা গেছে।
ফরাসী ইসলামিক কাউন্সিলের অধিভুক্ত ফরাসি ইসলামোফোবিয়া ওয়াচ হাউজের সভাপতি আবদুল্লাহ যিকরী এক লিখিত বিবৃতিতে বলেছেন, দেশে সবচে বেশি রোহান্স, আল্পস, পাচা এবং প্যারিসে মুসলমানবিরোধী আক্রমণ চালানো হয়েছে।
গত বছর মুসলমানদের উপর ২৩৫ টি হামলার কথা উল্লেখ করে যিকরী বলেন, এক বছর আগে এই সংখ্যা ছিল ১৫৪ টি। এছাড়াও, ২০২০ সালে মসজিদে হামলার পরিমাণ ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, গত বছর সিএফসিএম কেন্দ্র বা এর দায়িত্বশীলদেরকে হুমকিপূর্ণ চিঠি পাঠানো হয়। সামাজিক যোগাযোগের সাইটে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মিথ্যাচার এবং মুসলিম বিরোধী ঘৃণ্য ইমেইল বার্তা ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
ইসলাম ও সন্ত্রাসবাদের মধ্যে কোনও যোগসূত্র নেই বলে জোর দিয়ে যিকরী উল্লেখ করেন যে, ফ্রান্সে মুসলিম ও অন্যান্য ধর্মীয়দের ধর্মীয় স্বাধীনতা উপভোগ করা উচিত।
টিআরটি