মায়ানমারে শীর্ষ আধিকারিকের কনভয়ে হামলায় ৯ নাগরিকসহ নিহত অন্তত ১২

0
1199
মায়ানমারে শীর্ষ আধিকারিকের কনভয়ে হামলায় ৯ নাগরিকসহ নিহত অন্তত ১২

মায়ানমারের শীর্ষ আধিকারিকের কনভয়ে হামলায় মৃত্যু হয়েছে নয়জন সাধারণ নাগরিকসহ তিন পুলিশের। শুক্রবার দুপুরে এই হামলা হয় বলে জিনহুয়া সংবাদ সংস্থা সূত্রে খবর। হামলার দায় স্বীকার করে নিয়েছে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (MNDAA)।

জানা গেছে, মায়ানমার প্রশাসনের প্রাক্তন এক আমলার কনভয় ওই রাস্তা দিয়ে যাবে তা আগে থেকেই জানা ছিল এমএনডিএএ-র সদস্যদের। ফলে আগে থেকেই ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির ২০ জন সদস্য সেখানো আগেয়াস্ত্রসহ ওত পেতে ছিল। কোকাং-র প্রশাসনিক আধিকারিক ইউ খিন মং লুইং-র কনভয়টি লাশিও থেকে লক্কাইয়ের দিকে যাওয়ার পথেই অতর্কিত ভাবে হামলা চালায় ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়জন সাধারণ নাগরিকসহ তিনজন পুলিশের।

গত সোমবার মায়ানমারের শাসকদল ‘ন্যাশনাল লিগ অফ ডেমোক্র্যাটিক পার্টি’র মুখপাত্র মায়ও নায়ান্ট জানান আচমকা কউন্সিলর সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্য নেতাদের আটক করে সেনাবাহিনী। তারপর থেকে বিভিন্ন সময় আরো অশান্ত হয়েছে মায়ানমার। এহেন পরিস্থিতিতে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি র হামলা ব্যাপক চিন্তায় ফেলেছে প্রশাসনকে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে পালঘরের জঙ্গলে ইন্ডিয়ান নেভি কে হত্যা
পরবর্তী নিবন্ধমোদি সরকার দাবি না মানায় কৃষকদের আত্মহত্যা