জ্বালানির মূল্যবৃদ্ধি, GST ব্যবস্থার বিরোধিতায় ভারতে হরতাল

0
559
জ্বালানির মূল্যবৃদ্ধি, GST ব্যবস্থার বিরোধিতায় ভারতে হরতাল

মোদির সরকারের অপশাসনে জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি ব্যবস্থা, ই-ওয়ে বিলের বিরোধিতাসহ একাধিক দাবিতে আজ ভারত বন্ধ পালিত হয়েছে। দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থাও বন্ধ ছিল।

দেশজুড়ে এই বনধের ডাক দিয়েছিল, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বনধকে সমর্থন জানিয়েছে। চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে এই সংগঠনের তরফে।

তাদের দাবি, প্রত্যেকটি রাজ্যস্তরের পরিবহণ সংগঠন এই বনধকে সমর্থন করেছে। দেশজুড়ে প্রায় ১৫০০ জায়গায় ধরনা-অবস্থানের ডাক দেওয়া হয়েছে। ভারত বনধে যে সংগঠনগুলি অংশ নিয়েছে তাদের আওতাধীন বাজার আজ বন্ধ ছিল। এই বনধকে সমর্থন জানিয়েছে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সমিতি।

ছোট ব্যবসায়ী, হকারসহ অন্যান্যরাও এই বনধে শামিল বলে জানিয়েছে ট্রেডার্স সংগঠন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরাইলে স্যাটেলাইটে ধরা পড়ল গোপন পরমাণু অস্ত্র প্রকল্প
পরবর্তী নিবন্ধমসজিদুল আকসার প্রধান প্রহরীর বাড়ি গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল