দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবি

1
1685
দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবি

তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবিতে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে দিনাজপুরের চিরিরবন্দরে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরের রানীবন্দর সুইহারী বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মাওলানা ক্বারী আনোয়ার হোসাইন, মাওলানা রাকিবুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান তার তিনজন সঙ্গীসহ ৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তারা তার দ্রুত সন্ধান দাবি করেন।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে তরুণরা উনার সন্ধানের দাবি জানিয়েছে।

এদিকে উনার পরিবারের অভিযোগ দেশের প্রশাসন এব্যাপারে তাদের কোন সহযোগিতা করতে রাজি নয়। নিখোজ হওয়ার পর থেকে কোন ভূমিকাও পালন করে নি।

উল্লেখ্য, বিগত বেশ কিছু দিনে দেশের শত শত উলামায়ে কেরাম ত্বাগুত বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। এখনও হচ্ছেন।

১টি মন্তব্য

  1. এ সব করে লাভ কী ? কিছু বুঝিনা, চোর কে আমারা চোর খুজতে দিছি। আজ প্রজন্ত একজন আলেম মুক্তি পেয়েছে ? দুদিন বিড়াল এর বাচ্চার মত চিৎকার করব ফের চুপ হয়ে যাব।বাংলাদেশে আলেম সামাজের জিহাদের ডাক দেওয়া উচিত বলে আমি মনে করি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া | তুর্কি সামরিক ঘাঁটিতে আল-কায়েদার শহিদী হামলা, ৯০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমালাউন মোদির সাথে কাজ বন্ধুত্ব করতে আগ্রহী ইজরাইলের নতুন প্রধানমন্ত্রী