ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান মুজাহিদিন সম্প্রতি মুরতাদ কাবুল বাহিনীকে হটিয়ে বাগরাম কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছেন। এসময় তাঁরা কারাবন্দী পাক-তালিবানের সাবেক উপ-প্রধানকে মুক্ত করেছেন।
জানা যায়, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সাবেক উপ-প্রধানের নাম মাওলানা ফকির মুহাম্মাদ , যিনি একাধারে বাজোর এজেন্সিতে টিটিপির প্রধান হিসাবে কাজ করেছেন। দীর্যদিন ধরে তিনি মার্কিন ও কাবুল বাহিনীর কাছে বাগরাম কারাগারে বন্দী ছিলেন। অতপর তালিবান মুজাহিদিন কর্তৃক বাগরাম কারাগার বিজয় হলে তালিবান মুজিহিদরা তাকে মুক্ত করেন।
গতকাল তালিবান মুজাহিদগণ কাবুলের পুল-ই-চারখি এবংবাগরামকারাগার নিজেদের নিয়ন্ত্রণে নেন। এসময় কারাবন্দী প্রায় ৫ হাজার মানুষকে মুক্ত করেন মুজাহিদগণ। যাদের মাঝে মাওলানা ফকির মুহাম্মদও ছিলেন।
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র, মাওলানা ফকির মুহাম্মদের মুক্তি নিশ্চিত করেছেন এবং মুসলিম উম্মাহকে অভিনন্দন জানিয়েছেন।
জানা যায় যে, ২০১৩ সালের ২৬ শে ফেব্রুয়ারি পাক-আফগান সীমান্তে ইমারতে ইসলামিয়ার পক্ষে যুদ্ধরত অবস্থায় মাওলানা ফকির মোহাম্মদ ও তাঁর চারজন সহকর্মী মুরতাদ কাবুল বাহিনী কর্তৃক গ্রেফতার হন। তাঁর সঙ্গে গ্রেফতার হওয়া ওমর হাফিজাহুল্লাহ্’কে সম্প্রতি বাজোর এজন্সীর গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে টিটিপি।
তালিবান সূত্র বলছে, মাওলানা ফকির মোহাম্মদ টিটিপি-র সিনিয়র সদস্যদের একজন এবং শহিদ হাকিমুল্লাহ মেহসুদের ডেপুটি ছিলেন।
সূত্র আরও জানায়, মাওলানা ফকির মোহাম্মদ ছাড়াও সম্প্রতি আফগান-তালিবান মুজাহিদিনরা টিটিপির শত শত মুজাহিদকে কাবুল বাহিনীর বিভিন্ন কারাগার থেকে মুক্ত করেছেন। আর এই বিপুল পরিমান মুজাহিদদের মুক্তির ফলে টিটিপির শক্তি আরো বৃদ্ধি পাবে বলেও মনে করেন বিশ্লেষকরা।
উম্মতে মুসলিমার গর্ব ড. আফিয়া সিদ্দিকিকে মনে পড়ছে….
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
Alhamdulillah he allah apni sara bisser somosto karabondike mokti dan koren amin.
Alhamdulillah
আল্লাহু আকবার