শান্তিপূর্ণ ভাবে তালেবানের কাবুল নিয়ন্ত্রণ, যা বললেন মুফতি তকি উসমানি

5
2589
শান্তিপূর্ণ ভাবে তালেবানের কাবুল নিয়ন্ত্রণ, যা বললেন মুফতি তকি উসমানি

দীর্ঘ দুই দশক পর ফের আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছে তালেবনা। এর মধ্যে প্রেসিডেন্ট আবদুল গনি তাজিকিস্তান পাড়ি জমিয়েছেন। সেই সঙ্গে দেশটিতে ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে। তবে সাধারণ মানুষের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেও সেখানে এখন পর্যন্ত বড় ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

তালেবানের কাবুল দখল নিয়ে বিশ্বের ইসলামী স্কলারবৃন্দ নানা অভিমত প্রকাশ করছেন। পাকিস্তানের শীর্ষ আলেম ও সাবেক বিচারক মুফতি মুহাম্মদ তাকি উসমানি এক টুইট বার্তায় লেখেন, ‘শান্তিপূর্ণ উপায়ে তালেবানের কাবুল প্রবেশ, সাধারণ ক্ষমা ঘোষণা ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নিশ্চয়তা আমাদের মক্কা বিজয়ের ঘটনা স্মরণ করিয়ে দেয়।’

টুইট বার্তায় তিনি আরো লিখেন, ‘দুই দশকে তালেবানের ঘটনাগুলো প্রযুক্তির উৎকর্ষতায় ভরপুর পৃথিবীকে এ কথা শিখিয়ে দিল যে ঈমানের দৃঢ়তার সামনে কোনো শক্তির দাঁড়ানোর সামর্থ্য নেই। তবে শর্ত হলো, তাদেরকে আত্মোৎসর্গের জন্য প্রস্তুত থাকতে হবে। আহ, আমাদের মুসলিমবিশ্ব যদি এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করত!’

5 মন্তব্যসমূহ

  1. ‌আবারো ‌‌ আমাদের সূরা নাসর-কে স্মরণ করা উচিত. বিজয় বহু মানুষের অন্তর চক্ষু খুলে দেয়… আল্লাহ সবাইকে ইসলামের বিজয়ে কাজ করার তাওফিক দান করুন, আমীন.

    আজ যদি শায়েখ উসামা মোল্লা উমর জীবিত থাকতেন….. আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন. আমীন..

  2. বানানের প্রতি খেলার রাখার জন্য বিনীত অনুরোধ রইলো মুহতারাম ভাইয়েরা!

    প্রেসিডেন্ট ‘আশরাফ গনী’ এর জায়গায় ‘আব্দুল গনী’ লিখা হয়েছে। খুব বড় ভুল এটা। সংশোধন করে নিলে ভালো হয়, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটিটিপির সাবেক উপ-প্রধানকে বাগরাম কারাগার থেকে মুক্ত করেছে তালিবান মুজাহিদগণ
পরবর্তী নিবন্ধগুমের শিকার হওয়া ৮৬ জনের আজও খোজ পাওয়া যায়নি : হিউম্যান রাইটস ওয়াচ