পূর্ব আফ্রিকায় ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের প্রতিষ্ঠিত ইসলামিক ইমারতের একটি আদালত কর্তৃক ৩ ব্যক্তির উপর শরয়ী হদ বাস্তবায়ন করা হয়েছে।
গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার, দক্ষিণ সোমালিয়ার শাবেলী সুফলা রাজ্যের কান্তওয়ারী শহরের একটি উন্মুক্ত মাঠে ৩ ব্যক্তির উপর শরয়ী হদ কার্যকর করা হয়েছে।
রাজ্যটিতে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন কর্তৃক প্রতিষ্ঠিত একটি ইসলামিক আদালতের রায় ঘোষণার পর অপরাধী ব্যক্তিদের উপর এই হদ কার্যকর করা হয়।
শাহাদাহ্ নিউজের তথ্যমতে, অপরাধী ব্যক্তিদের মধ্যে একজন ছিল সোমালি গাদ্দার সরকারের সামরিক বাহিনীর একজন সেনা সদস্য, তার ইরতিদাদ (মুরতাদ) প্রমাণিত হলে বিচারক তার উপর মৃত্যুদণ্ডের হুকুম জারি করেন।
অপর ব্যক্তি ছিল একজন বিবাহিত ব্যভিচারী। সমস্ত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হলে- বিচারক তার উপর রজম/পাথর মেরে মৃত্যুদণ্ড বাস্তবায়নের নির্দেশ দেন।
তৃতীয় ব্যক্তি ছিল একজন চোর। তার অপরাধ প্রমাণিত হলে বিচারক তার উপরেও শরয়ী হদ বাস্তবায়নের নির্দেশ দেন।