গত বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব শহরে রাশিয়ান বিমান হামলায় তিনজন শিশুসহ কমপক্ষে পাঁচজন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গিয়েছে। সাথে আহত হয়েছে আরও দশজন।
ক্ষমতালোভী আসাদ সরকার ২০১৯ সালে ইদলিবে আক্রমণ আরও জোরদার করে। রাশিয়া, ইরান, তুরস্ক এবং আমেরিকা মূলত সিরিয়াতে নিজেদের প্রক্সি যুদ্ধ লড়ছে যেখানে রাশিয়া ও ইরান আসাদ সরকারের পক্ষে এবং তুরস্ক ও আমেরিকা বিদ্রোহিদের পক্ষে অবস্থান নিয়েছে।
তাদের এই প্রক্সি যুদ্ধের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিদিন সেখানে বেসামরিক নাগরিক মারা যাচ্ছে যার বেশিরভাগই শিশু। বিদ্রোহি দমনের নাম করে সেখানে মেরে ফেলা হচ্ছে শিশুদেরকে এবং মহিলাদেরকে।
তথ্যসূত্রঃ
==========
১। MSN- Russian airstrikes kill five civilians in Syria, monitor says
https://tinyurl.com/5areet92