ভারতে হিজাব পরিধান করায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের রোষানলে পড়েছেন মুসলিম ছাত্রীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, উগ্রপন্থী হিন্দুরা হিজাব পরিহিত মুসলিম মেয়েদের হয়রানি, উৎপীড়ন এবং আক্রমণ করার জন্য জোরপূর্বক একটি কলেজে ক্লাসরত নারী হলে প্রবেশ করেছে। তাদের গলায় জোলানো গেরুয়া রুমাল। আর মুখে তাদের বিভিন্ন হিন্দুত্ববাদী স্লোগান। এমন সন্ত্রাসী কায়দায় ক্লাসরুমে ঢুকে মুসলিম ছাত্রীদের হয়রানি করতে থাকে উগ্র হিন্দুরা।
গতকাল আরেকটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা গেছে হিজাব পরা এক কলেজ পড়ুয়া ছাত্রী একটি স্কুটিতে কলেজ চত্বরে প্রবেশ করেন। সেখানে উপস্থিত হয় গলায় গেরুয়া চাদর পরিহিত একদল হিন্দু সন্ত্রাসী। মুসলিম ছাত্রীটি স্কুটি পার্ক করে ক্লাসের দিকে যাওয়ার সময় তাঁকে অনুসরণ করে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে থাকে হিন্দু সন্ত্রাসীরা। মেয়েটির খুব কাছে এসে ক্রমাগত স্লোগান দিতে থাকে গেরুয়া দলটি। পরে মুসলিম ছাত্রীটিও স্লোগান দিতে শুরু করেন। একাধিকবার হাত তুলে ‘আল্লাহু আকবর’ বলে তাকবীর দিতে দেখা যায় তাঁকে। ভিডিওর শেষে ক্যামেরার সামনে এসেও স্থানীয় ভাষায় হিন্দুদের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানান তিনি।
ভারতের মুসলিম নারীরা হিজাব পরায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। উগ্র হিন্দুরা তাদের উত্ত্যক্ত করছে। তাদেরকে কলেজেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পথেঘাটে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হিন্দু সন্ত্রাসীদের এমন আচরণের বিরুদ্ধে কথিত আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ নেয় না। কথিত মূলধারার মিডিয়াগুলোতেও এসব নিয়ে নিউজ আসে না, কিংবা আসলেও তা হয় তাদের স্বার্থের অনুগামী। এমন পরিস্থিতে মুসলিমদের অধিকার রক্ষায় নিজেদেরকেই শরীয়া অনুযায়ী পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন ইসলামি চিন্তাবিদগণ।
তথ্যসূত্র:
—–
1/ Extremists linked to various Hindu rightwing groups forcefully entered in a college to harass, bully and attack Muslim girls wearing Hijab.
https://tinyurl.com/49nfdb35