অবরুদ্ধ গাজা উপত্যকায় সন্ত্রাসী ইরাইলি বাধার কারণে বিনা চিকিৎসায় মারা গেল ৬ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশু। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ইসরাইলি সেনাদের বাধার কারণে নেয়া যায়নি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ল ৬ বছর বয়সি শিশু ফারুক আবু আবুল-নাজা।
বিবরণ অনুযায়ী, জেরুজালেম আল-কুদস শহরের হাদাসা এইন কেরেম হাসপাতালে আবুল-নাজার চিকিৎসা হওয়ার কথা ছিল। কারণ, গাজার কোনো হাসপাতালে তার রোগের চিকিৎসা ছিল না। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি শিশুটিকে গাজা থেকে জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত হাসপাতালটিতে নিয়ে যেতে দেয়নি।
হাদাসা হাসপাতালে আবুল-নাজার চিকিৎসার তারিখ ছিল গত জানুয়ারি মাসে। এজন্য সেখানে যেতে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে তার পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। কিন্তু সে আবেদন পর্যালোচনার নামে মাসের পর মাস সময় ক্ষেপণ করতে থাকে সন্ত্রাসী ইসরাইলি কর্তৃপক্ষ। আর এভাবে শিশুটিকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয় ইসরাইলিরা।
উল্লেখ যে, দখলদার ইসরাইল ২০০৭ সালে গাজা উপত্যকার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এর ফলে উপত্যকায় ব্যাপকভাবে বেকারত্ব ছড়িয়ে পড়ে এবং জীবনযাত্রার মান ভয়ঙ্করভাবে নিচে নেমে যায়।
উড়ে এসে জুড়ে বসা ইহুদিদের এমন অমানবিক অবরোধের পরও বিশ্ববাসী এর বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া দেখায়নি। সন্ত্রাসবাদী পশ্চিমা বিশ্ব আফগানিস্তানে সিনেমায় নারীর দৃশ্য না থাকার ফলে মানবাধিকার ও নারী অধিকার খর্ব হয়েছে বললেও, ফিলিস্তিনে অবরোধের কারণে মানবাধিকার লঙ্ঘন হবার বিষয়টি তাদের চোখে পড়ে না।
তথ্যসূত্র:
——–
১। ইসরাইলি বাধায় চিকিৎসার অভাবে মারা গেল ফিলিস্তিনি শিশু-
– https://tinyurl.com/yckbf78k