২০২২ সালের ২ সেপ্টেম্বর, ইউপির বাগপত জেলার বিনাইপুর গ্রামের দাউদ আলি ত্যাগী রাত দশটায় তার বাড়ির রারান্দায় শুয়ে ছিলেন। হঠাৎ ৬-৭টি বাইক তার বাড়িতে আসে। সশস্ত্র হিন্দু যুবক কিছু না বলে নেমে হামলা শুরু করে।
পরের দেড় মিনিটে তাকে বেলচা, লাঠিসোঁটা ও সাইকেলের শিকল দিয়ে অসংখ্য আঘাত করা হয়। খাট রক্তে লাল হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, “জয় শ্রী রাম বলতে ও গুলি করতে করতে হামলাকারীরা পালিয়ে যায়।” জনাব দাউদের মেয়ে লুবনা, এই দৃশ্য দেখেছে পিছনের দরজা থেকে। বাঁচাও বাঁচাও চিৎকার করে বাবার কাছে দৌড়ে যায়। গুরুতর আহত দাউদের মুখ থেকে একটি কথাও বের হয়নি।
পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে পরদিন তার মৃত্যু হয়।
বিবিসির সাথে কথা বলার সময় লুবনা বলেন, “আমার বাবা ফোনে কথা বলছিলেন। হঠাৎ ৬-৭টি বাইক এসে হাজির। তারা কোন প্রশ্ন না করে সোজা লাঠি দিয়ে মারতে লাগলো। তারা মাথায় লাঠি দিয়ে অসংখ্য আঘাত করে এবং পালিয়ে গেল।…আমি চিৎকার করছিলাম ‘বাবাকে বাঁচাও, বাবাকে বাঁচাও।’ রক্ত ঝরছিল। সে কিছু বলতেও পারেনি, পরের দিন মারা গেল।”
লুবনা আরও বলেন, “আমি জানি না কেন তারা হামলা করেছে। আমার বাবার কারো সাথে কোনো শত্রুতা ছিল না। এমনকি তিনি বাড়ির বাইরেও তেমন বের হতেন না।”
খুনের একমাস পার হয়ে গেলেও হিন্দুত্ববাদী পুলিশ এখন পর্যন্ত হত্যাকারীদের আটক করেনি।
জনাব দাউদ ত্যাগী ছিলেন একজন কৃষক এবং তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তিনি তার তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন। তার বড় ছেলে শাহরুখ ত্যাগী এই বছর জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে এমএসসি টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
তথ্যসূত্র:
——-
1. On September 2, 2022, Dawood Ali Tyagi of Vinaipur village in Baghpat district of UP was lying outside his house at ten o’clock in the night. Suddenly, 6-7 bikes stopped. Armed Hindu youth got down and started attacking without saying anything.
– https://tinyurl.com/3e8hv4m9
2. bbc hindi news:
– https://tinyurl.com/35k4euca
3. video link:
– https://tinyurl.com/45pyd4hw
4. “We still don’t know why he was killed,” says children of Muslim man lynched in UP
– https://tinyurl.com/yjmrax48