ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসনের সর্বোচ্চ নেতা ও আমীরুল মুমিনিন, শায়খুল হাদীস মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদা (হাফি.) সম্প্রতি কান্দাহারে ২০৫ তম বদরী কর্পসে সফর করেন। এসময় তিনি বিশ্বের সাথে ইমারাতের সম্পর্কের গতিপথ সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখেন এবং সামরিক বাহিনীকে প্রস্তুত হতে বলেন।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে, আমিরুল মুমিনিন গত ১০ জানুয়ারি কান্দাহারে বদরী সামরিক ইউনিট পরিদর্শন করেছেন। এসময় তিনি বদরী কমান্ডো ফোর্সের কমান্ডার, কর্মকর্তা এবং অন্যান্য কর্মীদের সাথে বৈঠক করেন।
সফরকালে তিনি মুজাহিদদের বলেন, “বিশ্বের সাথে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ ইসলাম ধর্ম এবং শরিয়ার ভিত্তিতে হবে। এর বাহিরে অন্য কিছুই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
আমিরুল মুমিনিন তাঁর বক্তৃতায় কর্পস কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা নিজেদেরকে শরিয়ার মানদণ্ডে প্রস্তুত এবং সজ্জিত করুন, নিজেদের সামরিক দায়িত্ব যথাসম্ভব সর্বোত্তমভাবে পালন করুন, ব্যাটালিয়নগুলিকে সুসংগঠিত ও দক্ষ করে গড়ে তুলেন। নিজেদের অফিসে ইসলামি আইন প্রতিষ্ঠা করুন।”
সর্বশেষ, আমিরুল মু’মিনিন আফগান জনগণ এবং সেনাবাহিনীর জন্য দো’আ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, ইমারাতে ইসলামিয়া প্রশাসন সবসময় এবং যে কোনও কঠিন পরিস্থিতিতেও জনগণ এবং সেনাবাহিনী পাশে থাকবে।