বই নয়, তলোয়ার পূজা করুন: কর্ণাটকে হিন্দুত্ববাদী নেতা প্রমোদ মুথালিক

উসামা মাহমুদ

0
632

কর্ণাটকের মুসলিম বিদ্বেষী এক কুখ্যাত হিন্দুত্ববাদী নেতা প্রমোদ মুথালিক। শ্রী রাম সেনের জাতীয় সভাপতি এই উগ্র প্রমোদ মুথালিক হিন্দুদের তরবারি পূজা করতে এবং তাদের বাড়িতে সাজিয়ে রাখতে বলেছে।

২২ সালের শেষের দিকে বিজেপি সংসদ সদস্য প্রজ্ঞা সিং ঠাকুর মুসলিমদের খুন করতে হিন্দুদের ঘরে ধারালো ছুরি রাখতে বলার কয়েকদিন পরেই সে এমন মন্তব্য করেছে।

উগ্র মুথালিক বলেছে যে আয়ুধা পূজায় সরঞ্জাম বা বইয়ের চেয়ে তলোয়ার পূজা করা ভাল। দক্ষিণ ভারতে দশরার এক দিন আগে ব্যাপকভাবে পালন করা হয় – যা বিজয়া দশমীর সাথে মিলে যায় – যে সময় হিন্দুরা তাদের পেশা বা পেশার সাথে সম্পর্কিত বস্তুর পূজা করে।

গত ১২ জানুয়ারী, বৃহস্পতিবার উত্তর কর্ণাটকের ইয়াদরভিতে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে একটি সম্মেলনে মুথালিক বলেছে, “আমাদের ট্রাক্টর, বই বা কলমের পরিবর্তে তলোয়ার পূজা করা উচিত। “লাভ জিহাদ” কারীদের জন্য আমাদের বাড়িতে তলোয়ার প্রদর্শন করা উচিত।”

হিন্দুত্ববাদীরা এমন হিংস্রতার আহ্বান জানালেও পুলিশ তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের বা এফআইআর করেনি। কর্ণাটকের পুলিশ এর আগে জনসাধারণের চাপে পড়ে প্রজ্ঞার বিরুদ্ধে ঘৃণা-বক্তৃতা বিষয়ক এফআইআর দায়ের করেছিল।

প্রজ্ঞা সিং ঠাকুর, লোকসভার সদস্য এবং সন্ত্রাসী মামলার আসামী। ২৫ ডিসেম্বর “লাভ জিহাদ”-এর অপরাধীদের বিরুদ্ধে হিন্দুদের সবজির ছুরি ধারালো রাখার জন্য আহ্বান জানিয়েছিল।

এমনিভাবে, ভারতীয় জনতা পার্টির কর্ণাটক শাখার প্রধান পার্টির সদস্যদের পয়ঃনিষ্কাশন এবং পরিবহন ব্যবস্থার আগে “লাভ জিহাদের” দিকে মনোনিবেশ করতে বলেছে।

ম্যাঙ্গালুরু শহরে কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় কর্ণাটক বিজেপির সভাপতি ও লোকসভা সাংসদ নলিন কুমার কাতিল এই মন্তব্য করে।
“লাভ জিহাদ” হল একটি হিন্দুত্ববাদী ষড়যন্ত্র, যেটি অনুসারে তাদের প্রোপাগান্ডা হল, মুসলিম পুরুষরা হিন্দু মহিলাদের ইসলামে ধর্মান্তরিত করার জন্য প্রেমে প্ররোচিত করে।



তথ্যসূত্র:
——-
1. Worship swords, not books: Hindutva hawk in Karnataka
https://tinyurl.com/32sn4err

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউইঘুরদের স্বাধীনতায় কাজ করার ব্যাপারে পাকিস্তান কনস্যুলেটের টুইট, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি মন্ত্রণালয়ের
পরবর্তী নিবন্ধ‘জয় শ্রী রাম’ না বলায় মুসলিম ব্যবসায়ীকে উলঙ্গ করে মারধর