দুই মুসলিমকে গাছের সাথে বেঁধে মারধর ও “জয় শ্রী রাম” শ্লোগান দিতে বাধ্যকরণ

মাহমুদ উল্লাহ্‌

0
284

মহারাষ্ট্রে সোলাপুরে ঈদ উল আযহার সময় দুই মুসলিমকে কথিত গোহত্যার অভিযোগে বজরং দল সন্ত্রাসীরা মারাত্মক নির্যাতন করেছে। দুই মুসলিমকে একটি গাছের সাথে বেঁধে রেখে বজরং দলের সদস্যসহ একদল হিন্দু জোর করে “জয় শ্রী রাম” বলিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন আক্রান্ত ব্যক্তি তার হাসপাতালের বিছানা থেকে এক সাংবাদিকের সাথে কথা বলছেন। সেখানে তিনি তাদের উপর হওয়া ঘটনাটি বর্ণনা করেছেন এবং আঘাতের পরিমাণ জানিয়েছেন।

ভুক্তভোগী জানান, তিনি এবং তার বন্ধু ঈদুল আজহায় একটি গরু কুরবানী করার জন্য মাঠে বসেছিলেন। অন্য পশু কেনার সামর্থ্য না থাকায় তার নিজেরই একটি গরু জবাই করার নিয়ত করেছিলেন।
হঠাৎ করে বজরং দলের মিলিশিয়ার সাথে যুক্ত ৩০-৪০ জনের একটি দল ঘটনাস্থলে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত শুরু করে।

ভুক্তভোগীর বিবরণ অনুসারে, হিন্দুত্ববাদীরা তাদের “জয় শ্রী রাম” স্লোগান দিতে বাধ্য করেছিল। তাদের কথা না মানা পর্যন্ত নির্যাতন অব্যাহত থাকে। তাদের লাঠি ও রড দিয়ে পিটিয়ে পিঠে,পায়ে ও মাথায় গুরুতর জখম করা হয়।

তিনি জানান, “যারা আমাদের উপর এমন নির্মম নির্যাতন চালিয়েছে তারা যে কোনও কিছু করতে দ্বিধা করবে না। তাদের কাছে আমাদের জীবন, পরিবারের নিরাপত্তা হুমকি মুখে রয়েছে।”
তিনি হামলায় জড়িত হিন্দুদের নামও জানিয়েছেন।



 

তথ্যসূত্র:
1. Solapur: Two Muslim Men Assaulted, Stripped, Tied to a Tree, Forced to Chant ‘Jai Shree Ram’
https://tinyurl.com/3zmxk467

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতেলেঙ্গানায় মসজিদে পাথর নিক্ষেপ ও মুসলিম বিদ্বেষী স্লোগান
পরবর্তী নিবন্ধমুসলিম যুবককে জুতাপেটা করে হিন্দুদের পা চাটতে বাধ্য করল হিন্দুত্ববাদীরা