জেনিনে ইসরাইলি হামলা, নিশ্চুপ বিশ্ব

ইউসুফ আল-হাসান

0
402
ইসরাইলি হামলার পর ধ্বংসস্তুপে পরিণত হয় জেনিন শহর।

ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা ও আল-আকসা মসজিদে মুসলিমদের ওপর ইসরাইলের হামলা এখন নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একটি হামলার রেশ কাটতে না কাটতেই ফের নতুনভাবে আগ্রাসন চালাচ্ছে ইহুদি বাহিনী, যার প্রত্যেকটি হামলা মর্মান্তিক ও রক্তক্ষয়ী। এসবের ফলে তিলে তিলে সর্বশান্ত হচ্ছে ফিলিস্তিনি মুসলিমরা। এ জুলুমের যেন কোন শেষ নেই। আর এর সবকিছু এমন সময় ঘটছে যখন বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনের ব্যাপারে গাফেল ও নির্বাক দর্শকের ভূমিকায়।

সম্প্রতি ইসরাইল বাহিনী ফের বড়সড় হামলা চালিয়েছে ফিলিস্তিনের জেনিনসহ কয়েকটি শহরে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একইসাথে বিমান ও স্থল বাহিনীর সাহায্যে জেনিন শরণার্থী ক্যাম্পসহ রামাল্লায় হামলা চালায় ইসরাইল। ১৫০টির মতো সশস্ত্র যান, ইসরাইলি বিশেষ বাহিনী ও সেনাবাহিনীর ১০০০ সৈন্য এ অভিযানে অংশ নেয়। সেনাদের সহায়তায় ছিল ইসরাইলি পুলিশও। যার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশের মতো তাছনছ হয়ে গিয়েছে জেনিন শহর। নিহত হয়েছেন ১২ জন ও আহত হয়েছেন অন্তত ১৩০ জন মুসলিম। গ্রেফতার করা হয়েছে অন্তত ৩০০ ফিলিস্তিনিকে, যাদের মধ্যে নারীও রয়েছে।

ইসরাইলি আগ্রাসনে নিহত ১২ ফিলিস্তিনি।

গত ৩ জুলাই থেকে টানা তিন দিন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসব হামলায় শহরটির রাস্তাঘাট ও বিভিন্ন অবকাটামো নষ্ট হয়ে যায়। ধ্বংস্তুপে পরিণত হয়েছে অন্তত ৮০০ বাড়িঘর। হামলায় তীব্রতায় প্রাণে বাঁচতে শরনার্থী ক্যাম্প ছেড়ে পালিয়ে গিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম। হামলার পর ক্যাম্পে ফিরে আসলেও তাদের এখন রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে।

জেনিন ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ এলাকা। ১৯৪৮ সালে ইহুদিরা ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে অনেক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। এই বাস্তুচ্যুতদের অনেকেই জেনিনের শরণার্থী শিবিরে থাকেন। এখানকার ফিলিস্তিনিরা নিজ ভূমি পুনরুদ্ধারে বেশ তৎপর রয়েছে। ফলে ইসরাইলি বাহিনী এই এলাকার মুসলিমদের দমনে বিভিন্ন কূটকৌশল ও সামরিক পদক্ষেপ নিয়েছে বহুবার। সর্বশেষ ২০০২ সালে জেনিনে বড় রকমের আগ্রাসন চালিয়েছিল ইসরাইল। ২০২৩ সালে এসে আবারো বড় আগ্রাসন চালালো ইহুদিবাদী ইসরাইল।

এক ফিলিস্তিনি যুবক ইসরাইলি বাহিনীর সাথে বন্ধুক যুদ্ধে জড়িয়েছে, আর এর ফলেই জেনিন সংঘাতের সূত্রপাত বলে দাবি করেছিল ইসরাইল। কিন্তু মিডল ইস্ট আই-এর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় ফিলিস্তনি যুবক ছিল পুরোপুরি নিরস্ত্র। এ যুবকের নাম আব্দুর রহমান হারদান। জেনিনে দখলদার বাহিনী অভিযান চালালে ঐ যুবককে মৌখিক প্রতিবাদ করতে দেখা যায়। এ সময় ইসরাইলি সেনাবাহিনী তাঁকে নির্মমভাবে গুলি করে খুন করে। এরপর জেনিনে আগ্রসন শুরু করে ইসরাইলি বাহিনী।

এবার শুধুমাত্র জেনিন শহরে আগ্রাসন চালিয়েই ক্ষ্যান্ত হয়নি ইসরাইলি বাহিনী। বিমান হামলা চালিয়েছে অবরোধ করে রাখা গাজা উপত্যকায়। আগ্রাসন চালিয়েছে পশ্চিম তীরের বিভিন্ন শহরে। এছাড়াও নিয়মিতই আল-আকসা গামী মুসল্লীদের ওপর চড়াও হচ্ছে ইসরাইল। সবশেষ গত এক সপ্তাহে ১৭ জন ও চলতি বছর ২০০ ফিলিস্তিনি মুসলিমকে খুন করেছে ইসরাইলি বাহিনী।

একদিকে ইসরাইল একটি অবৈধ ও দখলদার রাষ্ট্র। অন্যদিকে নিয়মিত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে দেশটি। ফিলিস্তিনিরা যখনই এসবের বিরুদ্ধে প্রতিবাদ করছে বা নিজ দেশ পুনরুদ্ধারের জন্য প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে ইসরাইল তখনই তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দমন-পীড়ন করছে। পশ্চিমা মিডিয়া ইসরাইলের সাথে সুর মিলিয়ে ফিলিস্তিনিদেরকেই সন্ত্রাসী আখ্যা দিচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনে নজিরবিহীন জুলুম সত্ত্বেও পশ্চিমারা সবকিছুকে আত্মরক্ষার অধিকার বলে ইসরাইলকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।



 

তথ্যসূত্র:

1. Jenin Municipality: water and electricity nets have been destroyed while 800 houses have been completely or partially damaged during the 48-hour lsraeli aggression on Jenin camp
https://tinyurl.com/yjxrrr23
2. Thousands participate in the funeral of the 12 Palestinians killed by the lsraeli occupation forces within the last 48 hours during the lsraeli aggression on Jenin
https://tinyurl.com/2b8tsvhv
3. Within less than 24 hours, lsraeli occupation forces kill 4 Palestinians, and 200 since the beginning of 2023
https://tinyurl.com/4xrjzhdh
4. lsraeli occupation forces detain more than 300 Palestinians in June
https://tinyurl.com/bdcvrnsr
5. lsraeli warplanes bomb several sites in Gaza Strip last night.
https://tinyurl.com/3634pfva

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅর্ধ-বছরে পাকি বাহিনীর বিরুদ্ধে রেকর্ড ৩০৫ অভিযান, দাবি টিটিপির
পরবর্তী নিবন্ধহরিদ্বারে মুসলিম দম্পতির গাড়ি ভাংচুর করে আগুন দেওয়ার চেষ্টা