ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দীন হাক্কানি শরীয়া বাস্তবায়নের পাশাপাশি দেশ গঠন ও জাতীয় ঐক্যের প্রতি জোর দিয়েছেন। লাগমানে আলেম-উলামা, গোত্রীয় নেতা এবং স্থানীয় কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ বিষয়ে আলোকপাত করেন।
মুহতারাম হাক্কানী (হাফি.) বলেন, “এখন আমরা আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছি। যেসব মানুষ এখানে থাকে, তাদেরকে আমাদের ভাই হিসেবে জানতে হবে। তারা আমাদের জাতির মানুষ। তারা এখানে বাস করে। তাদেরকে অবশ্যই উৎসাহিত-অনুপ্রাণিত করতে হবে। আর অবশ্যই আমাদের দক্ষ ব্যক্তিদেরকে কাজের ব্যবস্থা করে দিতে হবে, সেবা করার সুযোগ করে দিতে হবে।”
তিনি বলেছেন, দেশে ইসলামি আইন বাস্তবায়ন করা এবং দেশ পুনর্গঠনে লেগে যাওয়াই বর্তমানে জিহাদ।
সমাবেশে জিহাদি সেমিনারির একজন কর্মকর্তা মুহাম্মাদ হালিম হাক্কানি বলেন, “আমাদেরকে সরকার পরিচালনা করতে হবে। আমাদের উচিত জনগণকে আগলে রাখা এবং তাদেরকে আমাদের বানিয়ে নেওয়া। এই জাতিকে ভালোবাসতে হবে, কারণ তারা বর্তমান সরকারের কৃতিত্বে সাহায্য করেছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দীন হাক্কানি দেশের মানুষের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদেরকে বলা হয়েছে জনগণের সাথে উত্তম ব্যবহার করতে। জনগণ ও সরকারের মাঝে আস্থা ও একতা থাকতে হবে।
হাক্কানি বলেন, সর্বশক্তিমান আল্লাহ ৪০-৪৫ বছর পর জাতির মধ্যে ঐক্য ও নিরাপত্তা দিয়েছেন। কোনো সমস্যা যেন এই ঐক্যে ফাটল ধরাতে না পারে সেই চেষ্টা ইসলামি ইমারত কর্তৃপক্ষ সর্বদা করবেন।
তথ্যসূত্র:
1. Acting Interior Minister Calls for Adherence to Sharia, Support for Govt
– https://tinyurl.com/yrzxs9hv
2. Haqqani Pledges to Address Problems of Citizens
– https://tinyurl.com/564sraf3