নাইজারে আল-কায়েদার অভিযানে ১৫ সেনা হতাহত, ১৬ বন্দী মুক্ত

- ত্বহা আলী আদনান

0
675

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যূত্থানের মাঝেই সক্রিয় হয়ে উঠেছে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী জেএনআইএম। গত ৯ আগস্ট জেএনআইএম পরিচালিত দুই অভিযানে অন্তত ১৫ নাইজার সেনা সদস্য হতাহত হয়েছে এবং ১৬ কারাবন্দীকে মুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়া সূত্রে জানা গেছে, নাইজারের টিলাবেরি রাজ্যের বার্ক শহরে একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে এ সামরিক অভিযান চালানো হয়েছে। এতে নাইজার সেনাবাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে।

এ অভিযান শেষে জেএনআইএম যোদ্ধারা সামরিক ব্যারাক থেকে ৪টি গাড়ি, ১টি দুশকা, ৬টি বিকা, ৪টি আরপিজি, ১০টি ক্লাশিনকোভ, ৪টি পিস্তল এবং ২৯টি সিরিজ পিকাসহ আরও অনেক সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেছেন। পাশাপাশি, সামরিক বাহিনীর ৩টি গাড়ি মুজাহিদগণ পুড়িয়ে দেন।

একই দিন সকালে টিলাবেরি রাজ্যে মুজাহিদদের পরিচালিত অন্য এক অভিযানে অন্তত ৯ নাইজার সেনা হতাহত হয়েছে। পাশাপাশি, এই অভিযানের মাধ্যমে ১৬ জন কারাবন্দীকে মুক্ত করেছেন মুজাহিদগণ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় শাবাবের অভিযানে অন্তত ২২ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে ষড়যন্ত্র না করার পরামর্শ আফগান প্রতিরক্ষা মন্ত্রীর