কেনিয়ায় শাবাবের অভিযানে অন্তত ২২ সেনা হতাহত

- ত্বহা আলী আদনান

0
394

কেনিয়ার উপকূলীয় রাজ্য লামুতে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে পরপর দুটি অভিযান পরিচালনা করেছে আল-কায়দা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এতে কেনিয়ান সামরিক বাহিনীর অন্তত ৯ সৈন্য নিহত এবং আরও ১৩ সৈন্য আহত হয়েছে।

স্থানীয় সূত্রমতে, শাবাব যোদ্ধারা গত ১০ ও ১২ আগস্ট এ সামরিক অভিযানগুলো পরিচালনা করেছেন। গত ১০ আগষ্ট, মুজাহিদগণ সেখানে সামরিক বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্য করে আক্রমণ চালান। এতে ঘাঁটিটি ধ্বংস হয়ে যায়। পাশাপাশি, কেনিয়ান বাহিনীর অন্তত ৩ সৈন্য নিহত এবং আরও ৬ সৈন্য আহত হয়েছে।

অপরদিকে ১২ আগস্টের অভিযানটি লামু রাজ্যের কিউঙ্গা শহরে কেনিয়ান বাহিনীর একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে পরিচালনা করা হয়। দুই পক্ষের তীব্র সংঘর্ষে কেনিয়ান বাহিনীর ১ কমান্ডারসহ ৬ সৈন্য নিহত হয় এবং আরও ৭ সৈন্য আহত হয়। অভিযান শেষে মুজাহিদগণ সামরিক ঘাঁটিটি ধ্বংস করে দেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | কাবুল বিজয়ের দ্বিতীয় বার্ষিকী উৎযাপন
পরবর্তী নিবন্ধনাইজারে আল-কায়েদার অভিযানে ১৫ সেনা হতাহত, ১৬ বন্দী মুক্ত