ফিলিস্তিনের জেরুসালেমে সৌদি আরবের দূতাবাস খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরাইল।
গত ১২ আগস্ট ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করেছে সৌদি আরব। জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরিকে ফিলিস্তিনের অনাবাসিক দূত ও কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি আরব। আর এর পরই ইসরাইলি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে জেরুজালেমে সৌদি আরবকে কোনো দূতাবাস খুলতে দেবে না ইসরাইল।
গত ১৩ আগস্ট ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেল রেডিও ১০৩ এফএমের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেয়। এলি কোহেল জানায়, ‘নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি প্রতিনিধিদের সাথে দেখা করতে পারবেন, কিন্তু জেরুজালেম সশরীরে একজন সৌদি কর্মকর্তা উপস্থিত থাকবে, আমরা এটি হতে দেব না।’
ইসরাইলি কর্তৃপক্ষের ঘোষণার প্রেক্ষিতে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখায়নি সৌদি আরব।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বেশ কিছু আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে দখলদার ইসরাইল। সৌদি সরকার এখনো প্রকাশ্যে ইসরাইলের সাথে কোন সম্পর্ক গড়েনি। তবে সৌদি আরবের আকাশসীমা ইহুদিবাদী ইসরাইলিদের ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে দেশটি।
তথ্যসূত্র:
1. Israel says no Jerusalem base for Saudi envoy to Palestinian Authority
– https://tinyurl.com/mr22ark4
2. Saudi Arabia opens airspace to Israeli flights
– https://tinyurl.com/2p8ehshe