অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি সেনা চেকপোস্ট ও ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে পৃথক তিনটি হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফলে বেশ কিছু ইহুদি হতাহত হয়েছে বলে জানা গেছে।
গত ২০ আগস্ট অধিকৃত জেরুজালেমে আগ্রাসি অভিযান চালাচ্ছিল দখলদার ইসরাইলি সেনাবাহিনী। ঐ সময় পৃথক দুটি ইসরাইলি সামরিক চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালান ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তবে এই হামলায় ইসরাইলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এর আগের দিন, অর্থাৎ গত ১৯ আগস্ট পশ্চিম তীরের হুওয়ারা গ্রামে আরও একটি হামলা চালায় এক ফিলিস্তিনি যুবক। এ ঘটনায় সাথে সাথেই দুই ইহুদি অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়। হামলার পর নিরাপদে স্থান ত্যাগ করতে সমর্থ হন ঐ ফিলিস্তিনি যুবক।
হামলার ঘটনাগুলো এমন সময় ঘটেছে, যখন ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের ওপর রুটিন মাফিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তারা চলতি বছর এখন পর্যন্ত ২২৩ ফিলিস্তিনিকে খুন করেছে, যাদের মধ্যে ৪০ জনই শিশু। মূলত এসব হামলার জবাব হিসেবেই দেখা হচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উক্ত আক্রমণগুলোকে।
তথ্যসূত্র:
——
1. Two settlers killed in resistance operation in W. Bank town
– https://tinyurl.com/am57bwew
2. Resistance fighters target Israeli checkpoints in J’lem
– https://tinyurl.com/2vhsuhjc