কাশ্মীরের শ্রীনগরে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাজিদ হায়দরিকে ফৌজদারি অভিযোগ এনে আটক করেছে পুলিশ। পুলিশ গত সপ্তাহের শুক্রবার জানিয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র ও চাঁদাবাজির অভিযোগে তাকে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।
তারা আরো জানিয়েছে, শহরের পীরবাগ এলাকার বাসিন্দা মজিদ হায়দারির বিরুদ্ধে পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে, এরপর স্থানীয় আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার অপরাধ হিসেবে ষড়যন্ত্র, ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি, মিথ্যা তথ্য দেওয়া, মানহানি ইত্যাদির উল্লেখ করেছে পুলিশ।
একজন সাংবাদিক হিসেবে জনাব হায়দারি বেশ কয়েকটি প্রকাশনা এবং নিউজ পোর্টালের সাথে কাজ করেন। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে টিভি নিউজ চ্যানেলে উপস্থিত হয়ে থাকেন। তিনি সত্য প্রকাশে সবসময় অবিচল ছিলেন। কাশ্মীরি মুসলিমদের উপর নানামুখী নিপীড়নের বিষয়ে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। আর একারণেই হয়তো তাকে এভাবে আটক করা হয়েছে।
মজিদ হায়দারির গ্রেপ্তারের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক্স (পূর্বনাম টুইটার) বার্তায় বলেন, “কোনো আইনের তোয়াক্কা না করেই তাকে একজন ওয়ান্টেড সন্ত্রাসীর মতো বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হয়। তার মা বোন ওয়ারেন্ট দেখানোর জন্য অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করা হয়। সাংবাদিকদের মধ্যে যারা বিভিন্ন কেলেঙ্কারি প্রকাশ করে দেন, তাদেরকে ভয় দেখানোর জন্যই এই মানহানির অভিযোগ আনা হয়েছে।”
তথ্যসূত্র:
1. Political analyst and journalist Majid Hyderi arrested in Srinagar for criminal charges
– https://tinyurl.com/5cyj4dsw
ইনশাআল্লাহ, এক দিন এই সব অপরাধের পইপই করে হিসাব নেওয়া হবে।
আলকাতাইব মিডিয়ার লিংক দেন ভাই।