গাজায় আরও একটি নৃশংস গণহত্যা প্রত্যক্ষ করলো বিশ্ববাসী। গাজার আল-আহলি হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৫০০ ফিলিস্তিনিকে খুন করার পর এবার জনবহুল জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল (৩১ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত এ হামলায় অন্তত ২০০ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০০ ফিলিস্তিনি। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় ধ্বংস্তুপে পরিণত হওয়া ভবনের নীচে চাপা পড়েছেন আরও অনেকে।
ঘটনাস্থলের ছবি এবং ভিডিওতে দেখা যায়, শরণার্থী শিবিরের বিল্ডিংগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী স্বেচ্ছাসেবকরা ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা শিশু ও নারীদের সন্ধান করছেন। কেউ কেউ স্বজনদের হারিয়ে চিৎকার কান্নাকাটি করছেন।
Dead bodies are still being found all over the residential block that was bombed by lsraeli warplanes in Jabalia camp. pic.twitter.com/bxHkPJfxxV
— TIMES OF GAZA (@Timesofgaza) October 31, 2023
While the #US and European countries continue to fully support #Israel's atrocities, Palestinians in #Gaza are being ethnically cleansed live in full view of everyone. pic.twitter.com/Ip3okBDBDP
— Quds News Network (@QudsNen) October 31, 2023
Watch: #Israel bombed an entire neighborhood in Jabalia refugee camp in #Gaza, killing over 200, including children and children, in a bloody massacre. #GazaUnderAttack #ApartheidIsrael #IsraeliCrimes #PalestinianGenocide #Gaza_Genocide pic.twitter.com/H24BwtxS4K
— Wafa News Agency – English (@WAFANewsEnglish) October 31, 2023
The The genocide continues!
A number of Palestinians, including children and women, in a new massacre against civilian houses.#gazaunderattack #GazaWar #GazaGenocide #FreePalenstine #Gaza_Genicide pic.twitter.com/uaGMB1TP8k
— Wafa News Agency – English (@WAFANewsEnglish) October 31, 2023
হামলার পর আহত ফিলিস্তিনিদের আহাজারিতে ভারি হয়ে উঠে হাসপাতাল।
Watch: Following Jabalia massacre, hundreds of injured children, women, and civilians lie on the ground of the courtyard of the Indonesian hospital in Gaza.#GazaUnderAttack #ApartheidIsrael #IsraeliCrimes #PalestinianGenocide #Gaza_Genocide pic.twitter.com/elei1Cvomt
— Wafa News Agency – English (@WAFANewsEnglish) October 31, 2023
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ জানিয়েছেন, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইহুদি বাহিনী। সেখানে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন মানুষ এখনো আটকা পড়ে আছে।
এছাড়াও হামলা হয়েছে গাজা শহরের পশ্চিমে সৈকত শরণার্থী শিবিরেও। এতে অন্তত ১০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। অন্যদিকে পশ্চিম তীরেও বেশ কয়েকজন যুবককে খুন করেছে ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত (১ নভেম্বর সকাল পর্যন্ত) নিহত হয়েছেন ৮,৫২৫ জন। আহত হয়েছেন ২১,৫৪৩ জন। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১২৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১,৯৮০ জন।
তথ্যসূত্র:
1. Wafa News Agency – English
– https://tinyurl.com/etda87y