জাবালিয়ায় ইসরায়েলি হামলায় এক পরিবারেরই ১৯ সদস্য নিহত

- মুহাম্মাদ মহসিন

0
357
মুহাম্মদ আবু আল-কুমসানের পরিবারের সদস্যদের সবাই এখন মৃত, ছবি: ওয়াফা নিউজ এজেন্সি।

বিশ্বের সবচেয়ে জনবহুল এলাকার একটি হচ্ছে গাজা উপত্যকা। আর এখানেই মুহুর্মুহু বিমান হামলা চালিয়ে বেসামরিক নিরীহ নারী, পুরুষ ও শিশুদের উপর গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। এর ফলে কেউ মা-বাবা, ভাই-বোন হারিয়ে এতিম হচ্ছেন। কেউ আদরের প্রিয় সন্তান হারিয়ে হচ্ছেন নিঃস্ব। কেউবা আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।

গত ৩১ অক্টোবর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলায় এমন আরও একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়েছে সারা দুনিয়ার মানুষ। এ হামলায় মুহাম্মদ আবু আল-কুমসান নামে এক ফিলিস্তিনির পরিবারের ১৯ জন সদস্য প্রাণ হারিয়েছেন। তিনি আল-জাজিরার একজন মিডিয়া প্রকৌশলী।

এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে আল-জাজিরা জানায়, “আল-জাজিরা জঘন্য এবং নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যার ফলে আমাদের নিবেদিত এসএনজি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু আল-কুমসানের পরিবারের ১৯ সদস্য নিহত হয়েছে।”

এ হামলায় আল-কুমসানের বাবা, দুই বোন, আট ভাগ্নে এবং ভাতিজি, তার ভাই, তার ভাইয়ের স্ত্রী এবং তাদের চার সন্তান, তার ভগ্নীপতি এবং এক চাচা নিহত হয়েছে বলে জানায় আল-জাজিরা।

এর আগে গত সপ্তাহে ইসরায়েল বিমান হামলা করে আল-জাজিরা আরবি এর রিপোর্টার যিনি যুদ্ধ শুরুর পর থেকে নিউজ কাভার করছিলেন সেই ওয়ায়েল আল-দাহদুহের স্ত্রী, ছেলে, মেয়ে এবং নাতিসহ পরিবারের ১২ সদস্যকে হত্যা করে।



 

তথ্যসূত্র:

1. Al Jazeera engineer loses 19 family members in Israeli air raid
https://tinyurl.com/24z3wwet

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান থেকে বিতাড়িত শরণার্থীদের পুনর্বাসনে তালিবানের জোর প্রস্তুতি
পরবর্তী নিবন্ধপাকিস্তান থেকে বিতাড়িত আফগান শরণার্থীদের পূর্ণ সহায়তা তালিবানের