সোমালিয়ায় জাতিসংঘের একটি সামরিক সরবরাহ হেলিকপ্টার প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের হাতে আটক হয়েছে বলে জানা গেছে। এসময় হেলিকপ্টারটিতে ৮ জন ক্রু ছিলো।
সূত্রমতে, গত ১০ জানুয়ারি বুধবার সকালে জাতিসংঘের একটি সামরিক হেলিকপ্টার জালাজদুদ রাজ্যের খিন্দর শহরে ভুলবশত অবতরণ করে। হেলিকপ্টারটি বালদাউইন শহর থেকে উইসিল জেলায় জাতিসংঘের সামরিক বাহিনীর জন্য অস্ত্র সরবরাহ করার লক্ষ্যে উড্ডয়ন করেছিল।
কিন্তু ভুলবশত সেটি এমন এলাকায় অবতরণ করেছে, যেটি আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা খ্যাত ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব দ্বারা নিয়ন্ত্রিত সরিয়া শাসিত অঞ্চল।
ফলশ্রুতিতে জাতিসংঘের অস্ত্র বোঝাই হেলিকপ্টার ও তাতে থাকা ৮ ক্রু শাবাব মুজাহিদদের হাতে আটক হয়েছে।
#BREAKING: A UN helicopter accidentally landed in Al Shabab-controlled territory in #Somalia's Galgaduud region. The Alshabaab militants has captured the helicopter, holding at least 8 UN workers hostage. The aircraft was carrying weapons, and investigations are ongoing. #Somalia pic.twitter.com/QNLamaPzUh
— The Daily Somalia (@TheDailySomalia) January 10, 2024
জালাজদুদ রাজ্যে নিযুক্ত পশ্চিমা সমর্থিত নিরাপত্তা মন্ত্রী বিবিসিকে জানায়, হেলিকপ্টারটিতে সমস্যা হয়েছিল। ফলে খিন্দর এলাকায় জরুরি অবতরণ করেছিল। হেলিকপ্টার এবং এর ক্রুরা আশ-শাবাবের হাতে বন্দী হয়েছে।