কাবুলে আল-ফাতাহ সেনাবিভাগে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মুস্তাশফা উমার নামে ২০ শয্যার মহিলা ও শিশু শাখা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। গত ১৫ জানুয়ারি এই তথ্য জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
হাসপাতালের মহিলা ও শিশু শাখার উদ্বোধন উপলক্ষ্যে একটি সভার আয়োজন করা হয়। সেখানে সভাপতিত্ব করেন সাধারণ কর্মচারীদের মেডিকেল কমান্ডার ডা. মুহাম্মদ তাহির আহরার।
২০৯ আল-ফাতাহ সেনাবিভাগের অফিস প্রাঙ্গণে নির্মিত এই হাসপাতালটি দেশে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে।
হাসপাতালটিতে ল্যাবরেটরি বিভাগ, আলট্রাসাউন্ড বিভাগ ও একটি ফার্মেসিও রয়েছে। পাশাপাশি ভর্তি ও শিশু চিকিৎসা সেবা সংক্রান্ত আলাদা বিভাগও এতে রয়েছে। হাসপাতালটি দেশের ইসলামি সেনাবাহিনীর সদস্য ও তাদের পারিবারিক সদস্যদের চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা পূরণ করবে বলে আশা করা যাচ্ছে।
তথ্যসূত্র:
———
1. 20-Bed Women Hospital Inaugurated at 209 Al-Fath Corps
– http://tinyurl.com/bdzaenux