* খান ইউনিসের অবশিষ্ট থাকা দুটি হাসপাতালকেও ঘিরে রেখেছে দখলদার ইসরায়েল।
* গাজায় স্বাস্থ্যসেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে আর্জেন্ট ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট কমিটি।
* উত্তর গাজায় খাবার নেওয়ার উদ্দেশ্যে সারিবদ্ধভাবে দাঁড়ানো ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা করেছে সন্ত্রাসবাদী ইসরায়েল। এতে অন্তত ২০জন নিহত এবং ১৫০জন আহত হয়েছে।
* বাফার জোন তৈরির নামে গাজার ভবন ধ্বংস করা শুরু করেছে দখলদার ইসরায়েল।
* গাজায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে জঘন্য বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট।
* গাজায় জায়োনিস্ট ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৫,৯০০ জন ফিলিস্তিনি।
* গত এক সপ্তাহে দখলদার বাহিনীর ৬৮টি সামরিক যান ধ্বংস করেছেন আল কাসসাম ব্রিগেড। এসময় দখলদার বাহিনীর ৫৩ সৈন্যকে নিহত, ৯ জায়েনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন। এছাড়া আরও বহু সৈন্য হতাহত হয়েছে। এক সপ্তাহে মুজাহিদগণ জায়োনিস্টদের ২টি স্কাইলার্ক ড্রোন ভূপাতিত করেছেন এবং ২টি সুইসাইড প্লেনসহ ৮টি ড্রোন জব্দ করেছেন।