আফগানিস্তানে আরও ৩৫০ জন যুবকের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন

- মুহাম্মাদ মহসিন

0
271

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকার প্রতিনিয়ত প্রশিক্ষিত দক্ষ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে চলেছেন। এরই ধারাবাহিকতায় এবার আরও ৩৫০ জন যুবক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক হয়েছেন।

দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, ২১৯ উমর আল-থালিস সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫০ জন যুবক স্নাতক হয়েছেন। প্রশিক্ষণ কেন্দ্রে যুবকরা তিন মাসের প্রশিক্ষণ শেষে চতুর্থ ব্যাচ হিসেবে সফলভাবে সেনা স্নাতক অর্জন করেছেন।

সদ্য সেনাদের স্নাতক উদযাপন উপলক্ষে গত ২৩ জানুয়ারি জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রশিক্ষণ কেন্দ্রটি। অনুষ্ঠানে ২১৯ উমর আল থালিসের কমান্ডার, স্থানীয় সেনা কর্মকর্তারা এবং অন্যান্য মুজাহিদিনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতি রক্ষায় সামরিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন । দক্ষ সেনাবাহিনী, একটি ইসলামি শাসন ব্যবস্থা টিকে থাকার জন্য অপরিহার্য। আর এ সময় অনুষ্ঠানে উপস্থিত নেতাদের আশ্বস্ত করতে তরুণ সেনারা তাদের দুর্দান্ত সামরিক কলাকৌশল ও মার্শাল দক্ষতা প্রদর্শন করে।

সদ্য স্নাতক সেনাদের সামরিক নৈপুণ্য প্রদর্শনের কিছু দৃশ্য-


উল্লেখ্য, ২০২৩ সালে ২১৯ উমর আল-থালিস সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই নিয়ে চতুর্থ ব্যাচ সৈন্য প্রশিক্ষণ সম্পন্ন করলেন।



 

তথ্যসূত্র:

1. 350 Graduate from 219 Umar Al-Thalis Division Military Training Center
http://tinyurl.com/4wdc4tbz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ | আপডেট ‌‌- ২৫শে জানুয়ারি, ২০২৪
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক কমিশনে কাবুল-জালালাবাদ দ্বিতীয় সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন