ফটো রিপোর্ট || এক সপ্তাহে আফগান সেনাবাহিনীতে স্নাতক সনদ পেলেন ৫,৩৮৭ যুবক

- ত্বহা আলী আদনান

3
319

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সামরিক বাহিনীতে এক সপ্তাহে ৫ হাজারেরও বেশি যুবক প্রশিক্ষণ শেষে স্নাতক সনদ পেয়েছেন। এসকল যুবকরা ইমারাতে ইসলামিয়ার ৭টি সামরিক ক্যাম্পে টানা ৩ থেকে ৬ মাসের জটিল সামরিক, বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক প্রশিক্ষণ শেষে গত ১৫ থেকে ২১ জানুয়ারির মধ্যে স্নাতক সনদ লাভ করেন।

সেনাবাহিনীতে নতুন স্নাতক যুবকদের সনদ প্রপ্তি অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মন্ত্রী পরিষদের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা। আর এসময় গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত নেতাদের আশ্বস্ত করতে তরুণ এই যুবকরা তাদের দুর্দান্ত সামরিক পারফরম্যান্সগুলি সুশৃঙ্খলভাবে প্রদর্শন করেন। নতুন গ্র্যাজুয়েটরা অঙ্গিকার করেন যে, তাঁরা এই ইসলামি ভূমি, জনগণ এবং সীমানা রক্ষায় যেকোনো ত্যাগ শিকার করতে প্রস্তুত।

সেনাবাহিনীতে নবনিযুক্ত তরুণ যুবকদের দৃঢ়তা ও সামরিক পারফরম্যান্স দেখে উপস্থিত কর্মকর্তারা নিজেদের আনন্দের কথা প্রকাশ করেন। সেই সাথে তাদেরকে নসিহত করা হয়- তাঁরা যেনো শত্রুদের প্রতি সদাসজাগ থাকেন, দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ থাকেন, শহিদদের আদর্শ বাস্তবায়ন করেন। আর যেকোনো মতভেদ থেকে দূরে থাকেন এবং ধৈর্য, বিশ্বস্ততা ও সততার সাথে নিজেদের দায়িত্ব পালন করেন।

সামরিক ক্যাম্পগুলোর নাম ও স্নাতক যুবকদের সংখ্যা:

“হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ” সামরিক প্রশিক্ষণ ক্যাম্প থেকে দুই পর্বে স্নাতক হয়েছেন ১৬১০ জন।

“আল ফারুক-২০৭” তম সামরিক ক্যাম্প থেকে স্নাতক হয়েছেন ৮৩০ জন।

“উমরী-২১৭” তম সামরিক ক্যাম্প থেকে স্নাতক হয়েছেন ৫০০ জন।

“খালেদ বিন ওয়ালিদ-২০১” তম সামরিক ক্যাম্প থেকে স্নাতক হয়েছেন ৮৫০ জন।

“আল-ফাতাহ-২০৯” তম সামরিক ক্যাম্প থেকে দুই পর্বে স্নাতক হয়েছেন ৮২০ জন।

“আজম-২১৫” কোরের ৬৫২ জন তরুণ স্নাতক হয়েছেন শোরাব ক্যাম্প থেকে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমান্ডো সেন্টার থেকে স্নাতক হয়েছেন ১২৫ জন।

স্নাতক যুবকদের সামরিক পারফরম্যান্সের কিছু দৃশ্য…

3 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ | আপডেট ‌‌- ২৮শে জানুয়ারি, ২০২৪
পরবর্তী নিবন্ধমালিতে শত্রু সেনাবাহিনীর বিরুদ্ধে আল-কায়েদার ১৩ অভিযান