ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ ফেব্রুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
204

রাফাহতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার অর্ধেকেরও বেশি মানুষ এখন রাফাহতে অবস্থান করছেন। সারাবিশ্বের সামনেই ভয়াবহ গণহত্যা চালানোর কথা ঘোষণা করছে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সে বলেছে, হামাসের উপর পূর্ণ বিজয় অর্জন করার আগ পর্যন্ত যুদ্ধ থামাবে না ইসরায়েল।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৭,৭০৮ জন ফিলিস্তিনি।

• ৭ই ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:

🔻 খান ইউনিসের পশ্চিমে একটি বাড়িতে অবস্থান নেওয়া একদল জায়োনিস্ট সৈন্যের উপর টিবিজি দুর্গবিধ্বংসী এবং অ্যান্টি-পার্সনেল শেল দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 গাজা শহরের পশ্চিমে একটি মারকাভা ট্যাংক ও একটি সামরিক বুলডোজারকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন।
🔻 গাজা শহরের শুজাইয়াতে একটি তানডেম রকেট দিয়ে মারকাভা-৪ ট্যাংকে হামলা করেছেন।
🔻 আল-কুদস ব্রিগেডের সাথে এক যৌথ অভিযানে জায়োনিস্ট বাহিনীর ১০ সদস্যের একটি দলকে লক্ষ্য করে ২টি অ্যান্টি-পার্সনেল শেল দিয়ে হামলা করেছেন এবং তাদের সাথে মেশিনগান দিয়ে যুদ্ধ করেছেন।
🔻 আল-কুতিবাতে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টার শেল দিয়ে হামলা করেছেন।
🔻 গাজা শহরের শিল্পাঞ্চলের কাছে এক জায়োনিস্ট অফিসারকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।

আল-কুদস ব্রিগেড:

🔻 আল-বুরেইজ ক্যাম্পের আকাশে উড়ন্ত জায়োনিস্ট কোয়াডকপ্টার ড্রোনকে ভূপাতিত করে জব্দ করেছেন।
🔻 গাজার পশ্চিমে সায়্যাদ এবং সাহাব নামে দুটি সুইসাইড ড্রোন দিয়ে জায়োনিস্টদের অবস্থানে হামলা করেছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমে আল-হাউজ স্কুলের কাছে একটি ভবনে অবস্থান নেওয়া ৭ সদস্যের জায়োনিস্ট বাহিনীকে টিবিজি রকেট দিয়ে হামলা করেছেন। এতে সব শত্রুসৈন্য হতাহত হয়েছে।
🔻 খান ইউনিসের আল-আমাল এলাকায় একটি সামরিক বুলডোজারে আরপিজি দিয়ে হামলা করেছেন। এতে ভেতরে থাকা শত্রুসৈন্য নিহত হয়েছে এবং বুলডোজারে আগুন ধরে গেছে।
🔻 আল-আকসা ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা করেছেন।

আল-আকসা ব্রিগেড:

🔻 খান ইউনিসের পশ্চিমে একটি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা করেছেন।
🔻 গাজার পশ্চিমে জায়োনিস্ট অবস্থঅনে আল-আকসা রকেট ও মর্টার দিয়ে হামলা করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 গাজা শহরের জাওয়াজাত এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন ।
🔻 গাজা শহরের পশ্চিমে একটি মারকাভা ট্যাংকে ট্যাংক-বিধ্বংসী রকেট হামলা করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদকের ভয়াবহতা মোকাবেলায় তালিবান সরকারের উপযুক্ত কৌশল
পরবর্তী নিবন্ধপাকিস্তানে টিটিপির ৭৫ অভিযানে সামরিক বাহিনীর ১৬০ সদস্য হতাহত