• রাফাহতে হেপাটাইটিস-এ এবং ডায়রিয়া ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। রাফাহতে এখন ১৩ লাখের বেশি ফিলিস্তিনি অবস্থান করছেন।
• এর আগে ফিলিস্তিনিদেরকে রাফাহতে আশ্রয় নিতে বলেছিল সন্ত্রাসবাদী ইসরায়েল। এখন রাফাহ থেকেও তাদের বিতাড়িত করতে চায় দখলদার ইসরায়েল।
• দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২৮,৩৪০ জন ফিলিস্তিনি।
• ১২ই জানুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
– খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা এলাকায় কাছাকাছি অবস্থান থেকে জায়োনিস্ট বাহিনীর মোকাবেলা করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে ১০ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে।
– খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকাতেই একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর অ্যান্টি পার্সনেল ডিভাইস বিস্ফোরিত করেছেন। এতে শত্রুসেনারা আহত ও নিহত হয়েছে।
– গাজায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বোমা হামলায় আহত ৮ ইসরায়েলি বন্দীর মধ্যে আরও ২ বন্দী নিহত হয়েছে বলে জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড।
মুজাহিদিন ব্রিগেড:
– আল-সাবরা এলাকায় একটি বাড়িতে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। ববি-ট্র্যাপ বিস্ফোরিত করে জায়োনিস্ট বাহিনীর সেই দলকে হতাহত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
– দক্ষিণ গাজায় জায়োনিস্ট বসতিতে রকেট হামলা করেছেন।
– আরপিজি দিয়ে একটি জায়োনিস্ট সামরিক যান ধ্বংস করেছেন।
– গাজার শিল্পাঞ্চলে একটি তানডেম শেল দিয়ে জায়োনিস্ট এপিসি গুড়িয়ে দিয়েছেন।
• নাবলুস ও জেনিনে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। জায়োনিস্ট বাহিনীর সামরিক যানে বিস্ফোরণ ঘটানো হয়েছে।