• উত্তর গাজার দুটি হাসপাতালে জেনারেটর চালানোর জন্য কোনো জ্বালানি অবশিষ্ট নেই।
• জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বলেছে, গাজায় মানবাধিকার সংগঠনগুলোকে কার্যক্রম চালাতে দিচ্ছে না ইসরায়েল। সহযোগিতাবাহী গাড়িতেও বার বার আক্রমণ চালানো হয়েছে।
• কামাল আদওয়ান এবং আল-শিফা হাসপাতালে ৬ শিশু মারা গেছে। তারা ডিহাইড্রেশন এবং তীব্র অপুষ্টির কারণে মারা গেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
• ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে সন্ত্রাসী ইসরায়েল।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৯,৯৫৪ জন ফিলিস্তিনি।
• ২৮শে ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 দখলীকৃত উত্তর ফিলিস্তিনের জায়োনিস্ট বাহিনীর পূর্বাঞ্চলীয় ব্রিগেড ৭৬৯ এর কমান্ড হেডকোয়ার্টার এবং বেইত হিলেলে এয়ারপোর্ট ব্যারাকে ২ ধাপে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এই হামলা চালানো হয়েছে দক্ষিণ লেবানন থেকে।
🔻 খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনী একটি ভবনে অবস্থান নিয়েছিল। জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর ঐ ভবনে অ্যান্টি পার্সনেল রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদরা।
🔻 খান ইউনিসের পশ্চিমে শাফী মসজিদের কাছে ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধে এক জায়োনিস্ট সৈন্যকে আহত করেছেন।
🔻আবাসান আল-কাবিরা এলাকায় আগে থেকেই পুঁতে রাখা শুওয়াজ বিস্ফোরক এবং আরেকটি বিস্ফোরক ডিভাইস দিয়ে জায়োনিস্ট বাহিনীর এপিসিতে (সামরিক সৈন্যবাহী গাড়ি) হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের প্রজেক্ট রোডে ইয়াসিন ১০৫ এবং তানডেম রকেট দিয়ে জায়োনিস্ট বাহিনীর ২টি মারকাভা-৪ ট্যাংকে হামলা করেছেন।
🔻 জায়তুন এলাকার আল-নাজম স্টারস হলের পেছনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।
আল-কুদুস ব্রিগেড:
🔻 কিসুফিমে জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংক এবং আরেকটি ডি৯-বুলডোজারকে তানডেম শেল এবং আরপিজি দিয়ে হামলা করেছেন।
🔻 খান ইউনিসের কারাআরা এলাকায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর ৪ সদস্যের উপর হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। এসময় ৪ সৈন্যকেই নিহত বা আহত করা হয়েছে।
🔻 জায়তুন এলাকার স্ট্রিট ১০-এ জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
আল-আকসা ব্রিগেড:
🔻 খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর ২টি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনীর একটি এপিসিতে বিস্ফোরক ডিভাইস ‘স্টর্ম’ ব্যবহার করে হামলা চালিয়েছেন।
🔻জায়তুন এলাকার দক্ষিণ, দক্ষিণপূর্বে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 খান ইউনিসের পূর্বে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
উমার আল-কাসিম বাহিনী:
🔻 খান ইউনিসের আল-বালাদ এলাকায় জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
🔻খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 জায়তুনের দক্ষিণাঞ্চলে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
🔻 জায়তুনের পূর্বে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর সাথে উপযুক্ত যুদ্ধাস্ত্র ব্যবহার করে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।