গত ২৭ ফেব্রুয়ারি, ইসরায়েলি আগ্রাসনের ১৪৫ তম দিনে ইসরায়েলি ট্যাংকগুলো গাজা সিটি, রাফাহ এবং খান ইউনিসে তাদের আক্রমণকে আরো তীব্র করে তুলেছে। আবাসিক এলাকা এবং আশ্রয় কেন্দ্রগুলির আশেপাশে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।
ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আবাসিক বাড়িগুলি গুড়িয়ে দিয়েছে। ইসরায়েলি আর্টিলারি শেলিং শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে পূর্ব অঞ্চলে আঘাত হেনেছে, এখানে কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছে ।
এদিকে, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের কেন্দ্রে আল-আমাল পাড়ার একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে প্রায় ২৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
গাজা শহরের দক্ষিণ-পূর্বে জায়তুন পাড়ায় কামানের গোলাবর্ষণেও কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নিহত হয়েছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে যে, তাদের কর্মীরা কমপক্ষে ৩৪ জনকে স্থানান্তরিত করেছে, যারা কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে দুটি বাড়িতে ইসরায়েলের গোলা-গুলিতে ফলে আহত হয়েছিলেন।
গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরাইল হামলা, গণহত্যা ও ভয়াবহ তান্ডব চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ২৯ হাজার ৮৭৮ ফিলিস্তিনী নিহত এবং ৬৯ হাজারেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
তথ্যসূত্র:
1. Scores of civilians killed in intense Israeli airstrikes in Gaza Strip
– http://tinyurl.com/4vx93u46