আফগানিস্তানে খনিজ তেল উত্তোলন ক্ষমতা আরও বেড়েছে

0
137

আফগানিস্তানে খনিজ তেল আহরণ অঞ্চলের মধ্যে আমু দরিয়া নদী অববাহিকা সর্ববৃহৎ জোন হিসেবে খ্যাত। আমু দরিয়া এলাকায় নতুন তৈল খনির কার্যক্রম চালু করার বিষয়ে আগে থেকেই পরিকল্পনা হাতে নিয়েছিল ইমারতে ইসলামিয়া সরকার। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি আমু দরিয়ায় নতুন করে আরও ৬টি তৈল খনিতে তেল উত্তোলনের কাজ শুরু হয়েছে, যার ফলে আমু দরিয়া তৈল খনিসমূহে খনিজ তেল উত্তোলনের সক্ষমতা দৈনিক ১৩৫০ টনে উন্নিত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইমারতে ইসলামিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ূন আফগানি হাফিযাহুল্লাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নতুন তেলের খনি চালু করার মাধ্যমে আমু দরিয়া অববাহিকায় মোট খনির সংখ্যা এখন ২৪ টিতে দাঁড়িয়েছে। আর খনিজ তেল উত্তোলন সক্ষমতা দৈনিক ১১০০ মেট্রিক টন হতে ১৩৫০ মেট্রিক টনে উন্নিত হয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ নতুন করে আরও ২৩ টি তেলের খনিতে তেল আহরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। ফলস্বরুপ তেল উত্তোলন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাবে এবং তা ৩ হাজার মেট্রিক টনে উন্নিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র।

উল্লেখ্য যে, আমু দরিয়া অববাহিকার তৈল খনিসমূহে বর্তমানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি নতুন আবিষ্কৃত তৈল খনিগুলো চালু করার মাধ্যমে দেশের অর্থনীতি উত্তরোত্তর উন্নতির দিকে যাচ্ছে।


তথ্যসূত্র:
1. 6 New Wells Activated in Amu oil feild, Daily Extraction Reaches 1350 Tons
https://tinyurl.com/yfxvvhpm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ নিল জেএনআইএম: নিহত অন্তত ৩০ সেনা
পরবর্তী নিবন্ধগাজায় পানিশূন্যতা আর অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুরা, বন্ধ হচ্ছে হাসপাতাল