• উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে একটি মসজিদে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।
• গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজায় অপুষ্টি এবং ডিহাইড্রেশনে ভুগে ১৫ বছর বয়সী একজন এবং ৭২ বছর বয়সী আরেকজন ফিলিস্তিনি মারা গেছেন। এই নিয়ে মোট ২০ জন মারা গেলেন।
• দখলীকৃত পশ্চিম তীরে নতুন করে আরও ৩৫০০ অবৈধ দখলদার আবাসন নির্মাণের অনুমতি দিচ্ছে জায়োনিস্ট কর্তৃপক্ষ।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৭১৭ জন ফিলিস্তিনি।
• এডেন উপসাগরে একটি মার্কিন মালবাহী জাহাজে হামলা চালিয়েছেন হুতিরা। এতে ট্রু কনফিডেন্স নামের ঐ জাহাজটিতে আগুন ধরে যায়। এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তা।
• ৬ই মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কুদুস ব্রিগেড:
🔻 গাজার জায়তুন এলাকার দক্ষিণে স্ট্রিট ১০-এ একটি তানডেম রকেট দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি এপিসিতে হামলা চালিয়েছেন।
🔻 গাজার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে মর্টারশেল নিক্ষেপ করেছে যোদ্ধারা। খান ইউনিসেও জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানে মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে।
আল-আকসা ব্রিগেড:
🔻 জায়তুন এলাকার দক্ষিণাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 খান ইউনিসের উত্তরপূর্বের আল-কারারা এলাকায় একটি ভবনে দুই দখলদার জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
🔻 গাজা শহরের পূর্বে জায়তুন এলাকার উপকণ্ঠে একটি জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
উমার আল-কাসিম বাহিনী:
🔻 খান ইউনিসের হামাদ শহরের উত্তরে জায়োনিস্ট বাহিনীর সামরিক যানের সমাবেশে মর্টারশেল হামলা চালিয়েছেন।
🔻 জায়তুন এলাকার দক্ষিণে একটি জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টার হামলা চালিয়েছেন।
🔻 গাজার উত্তরে জাবালিয়া এলাকায় একটি সায়ের রকেট দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে হামলা করেছেন।