ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ মার্চ, ২০২৪

0
113

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যথোপযুক্ত স্বাস্থ্যযত্ন ছাড়াই অবরুদ্ধ গাজায় প্রায় ৬০ হাজার প্রসূতি নারী দিন কাটাচ্ছেন।

জায়োনিস্ট বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৮৭৮ জন ফিলিস্তিনি।

৭ই মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর ২০ সদস্যকে সুপরিকল্পিত অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট বাহিনীর সকল সদস্য হয় আহত বা নিহত হয়েছে।

আল-কুদুস ব্রিগেড:

🔻 গাজা উপত্যকায় এবং সেদরতে জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।

🔻 জায়তুন এলাকার দক্ষিণে স্ট্রিট ১০-এ জায়োনিস্ট অবস্থানে হামলা চালিয়েছেন।

🔻জায়তুন এলাকার দক্ষিণ-পূর্বে জায়োনিস্ট বাহিনীর অনুপ্রবেশকারী সামরিক যানের কনভয়কে অ্যাম্বুশের শিকার বানিয়েছেন।

🔻 খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীকে টার্গেট করে তানডেম রকেট এবং আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

আল-আকসা ব্রিগেড:

🔻 খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র ব্যবহার করে লড়াই করেছেন আল-আকসা ব্রিগেডের যোদ্ধারা। এতে জায়োনিস্ট সৈন্যদের নিশ্চিত হতাহতের খবর পাওয়া গেছে।

উমার আল-কাসিম বাহিনী:

🔻 খান ইউনিসের পশ্চিমে হামাদ উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || বন্যার্তদের মাঝে শাবাব প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবুরকিনায় একদিনে ৬টি ঘাঁটিতে জেএনআইএম-এর দূরদর্শী অভিযান