হেরাত প্রদেশে ভয়াবহ বন্যায় আটকে পড়া একদল মানুষ উদ্ধার করেছে ইমারতে ইসলামিয়ার উদ্ধারকারী দল

0
182

গত ৩ সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রভাবে আফগানিস্তানে বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই বন্যায় বিশেষ করে হেরাত প্রদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভাগ্যজনকভাবে এতে অসংখ্য মানুষ, ঘরবাড়ি, গবাদিপশু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইমারতে ইসলামিয়া সরকার আকস্মিক বন্যার ক্ষতি লাঘব করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে পাওয়া তথ্যমতে, সম্প্রতি বন্যা কবলিত ৪০০জন মানুষের জীবন বাঁচাতে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে ২০৭ আল-ফারুক সামরিক শাখার ৫ম বর্ডার ব্রিগেডের একটি চৌকস উদ্ধারকারী দল। পানি বন্দী অবস্থায় আটকে পড়া মানুষগুলো হেরাত প্রদেশে অবস্থিত দেহরাত-ইসলাম ক্বালা মহাসড়কে অবস্থান করছিল। উক্ত সৈন্যদল সফলভাবে উদ্ধার অভিযান সম্পন্ন করে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিক উদ্যোগ ও উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনার মাধ্যম উদ্ধারকারী দলটি তাদের প্রস্তুতি ও কর্মোদ্যম মানসিকতার প্রমাণ প্রদর্শন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তথ্যসূত্রঃ

1) Al Farooq Corps Rescue Citizens trapped in Flood in Herat
https://tinyurl.com/a9h2rt59

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় বেসামারিক জনগণকে টার্গেট করছে তুর্কি ড্রোন
পরবর্তী নিবন্ধরাবিতে হিজাব নিয়ে কটাক্ষ করলো ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষক!