পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নারী-শিশুসহ নিহত ৮

0
483

পবিত্র রমজান মাসে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বর্বরোচিত এ হামলায় আফগানিস্তানে নারী-শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।

গত ১৮ মার্চ ভোররাত ৩ টার দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা খোস্ত ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বিমান বাহিনী। বার্তা সংস্থা আল-জাজিরা জানায়, পাকিস্তানের এ হামলায় আফগানিস্তানের ৫ পাঁচ নারী ও ৩ শিশু নিহত হয়েছেন।

পাকিস্তানের বেপরোয়া এ হামলাকে আফগানিস্তানের ভূখণ্ডগত অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বিশ্বের পরাশক্তিগুলোর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, কাউকে তার ভূখণ্ডে আগ্রাসন করতে অনুমতি দেয় না।

অপর এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। আল-জাজিরা জানায়, বিমান হামলার জবাবে ১৮ মার্চ ভোরের আলো ফুটে ওঠার পরপরই ভোরবেলা সীমান্ত এলাকায় তীব্র গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। সীমান্তে গোলাগুলি ও উত্তেজনা চলমান ছিল রাতেও।

সাম্প্রতিক পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদিনগণ। এইসব হামলায় বিপর্যস্ত পাকি বাহিনীর দাবি, আফগানিস্তান ভূখণ্ড ব্যবহার করে এইসব হামলা পরিচালিত হচ্ছে। তবে ইমারতে ইসলামিয়া প্রশাসন বরাবরই বলে আসছে যে, এসব সম্পূর্ণই পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। আফগানিস্তানকে এসবের মধ্যে টেনে আনা অযৌক্তিক।

এমনকি খোদ টিটিপি এক বিবৃতিতে বলেছে যে, তাঁরা পাকিস্তানের পশ্চিমা সমর্থিত সেনাবাহিনীর উপর আক্রমণ করার জন্য অন্য কোন দেশের ভূখণ্ড ব্যবহার করার মুখাপেক্ষী নয়।

নিজেদের সমস্যা সমাধান করার প্রতি দৃষ্টিপাত করার বদলে পাকিস্তানের সামরিক বাহিনী বর্বর বিমান হামলা চালিয়ে মুসলিম নারী ও শিশুদের হত্যা করল পাকিস্তান।

তথ্যসূত্র
——
1. Tensions high after Pakistan launches cross-border attacks into Afghanistan
– https://tinyurl.com/2saz5krf
2. په افغانستان باندې د پاکستاني الوتکو د تجاوز په اړه د اسلامي امارت د ویاند څرګندونې
– https://tinyurl.com/4nk3k6hm
3. Afghan Forces Responce to Pakistani Aggression
– https://tinyurl.com/43mhatkh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩১৭২৬
পরবর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-৬।। পাপের পর নেকি করো ।।