বিবিধ পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রতিষ্ঠা লাভ করেছিল আফগানিস্তানের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান আফগানিস্তান জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(ANSA)। ইমারতে ইসলামিয়া সরকারের তত্ত্বাবধানে সম্প্রতি প্রতিষ্ঠানটি তার কেন্দ্রীয় পরীক্ষাগারগুলো উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত প্রতিষ্ঠান একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ৬টি প্রকল্প বাস্তবায়ন করতে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিসমূহের আওতায় পরীক্ষাগারগুলোতে উন্নত যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন করা হবে। এতে ১৯৮ মিলিয়নের অধিক আফগানি অর্থ খরচ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের টেকনিক্যাল উপপ্রধান মোহাম্মদ আসিফ কানেট বলেন, প্রস্তাবিত যন্ত্রপাতিসমূহ কেন্দ্রীয় পরীক্ষাগারসমূহে সচল করা হলে প্রতিষ্ঠানটির গুণ মান আরও উন্নত হবে। তখন বিবিধ পণ্য ও সেবার মান যাচাই বাছাই প্রক্রিয়ায় পরীক্ষালব্ধ ফলাফল আরও সঠিক ও দ্রুততার সাথে লাভ করা যাবে ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বদা তাদের পরীক্ষাগারসমূহ সম্প্রসারণ করতে আগ্রহী। পাশাপাশি তারা আন্তর্জাতিক মান বজায় রেখে পরিষেবা সরবরাহ করতে কাজ করে যাচ্ছেন। চুক্তিবদ্ধ সংস্থাটি যন্ত্রপাতিসমূহ সরবরাহ করার পাশাপাশি এগুলো স্থাপন ও ক্রমাঙ্কনের (ক্যালিব্রেশন) দায়িত্বও পালন করবে।
বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কার্যালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতিসমূহ স্থাপন ও কার্যকর করার মাধ্যমে দেশে উৎপাদিত ও আমদানিকৃত পণ্যের মান আরও সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরান থেকে আসা ৬১ টি তেল ট্যাংক ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তান জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(ANSA)। মান যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ না হওয়ায় তারা মালামালগুলো ফেরত দেয়ার সিদ্ধান্ত প্রদান করে। সেই সাথে তাদের পরীক্ষাগারসমূহে আরও উন্নত যন্ত্রপাতি স্থাপনের ঘোষণা প্রদান করে প্রতিষ্ঠানটি।
পণ্য ও সেবার সুষ্ঠু মান নিয়ন্ত্রণ নিশ্চিত হলে দেশের পরিবেশ ও নাগরিকদের স্বাস্থ্যের উপর তার ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা অবদান রাখবে। তাই আধুনিক ও মানসম্পন্ন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করতে পদক্ষেপ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
তথ্যসূত্র:
1. ANSA Signs Equipment Purchase Contracts to Enhance Lab Standards
– https://tinyurl.com/mry96crw